Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়া কাণ্ডে দোষীর শাস্তির দাবিতে পথে সিপিআইএম!!উপস্থিত সুজন, সায়ন ব্যানার্জীরা

পূর্ব মেদিনীপুর , পাঁশকুড়া: তৃণমূল নেতাদের ছাড় দিচ্ছে ইডি,চন্দ্রনাথ সিনহাকে ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে মন্তব্য সুজনের,পাশাপাশি পাঁশকুড়া কাণ্ডে দোষীর শাস্তির দাবিতে পথে সিপিআইএম!!উপস্থিত সুজন, সায়ন ব্যানার্জীরা।পাঁশকুড়া ধর্ষণকাণ্…


পূর্ব মেদিনীপুর , পাঁশকুড়া: তৃণমূল নেতাদের ছাড় দিচ্ছে ইডি,চন্দ্রনাথ সিনহাকে ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে মন্তব্য সুজনের,পাশাপাশি পাঁশকুড়া কাণ্ডে দোষীর শাস্তির দাবিতে পথে সিপিআইএম!!উপস্থিত সুজন, সায়ন ব্যানার্জীরা।

পাঁশকুড়া ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত জাহির আব্বাস খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার পথে নামলো সিপিআইএম।সায়ন ব্যানার্জি,সুজন চক্রবর্তীর নেতৃত্বে দোষীর শাস্তির দাবিতে একটি বিশাল মিছিল পাঁশকুড়া pwd মাঠ থেকে পাঁশকুড়া থানা অব্দি যায় ও পাংশকুড়া থানার আইসির নিকট ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশন থেকে বেরিয়ে এসে মূল অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হন সায়ন।অপরদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা নিয়ে সুজন চক্রবর্তী বলেন চন্দ্রনাথ সিনহা ধরা পড়ে গেছেন,আত্মীয় ,বন্ধু সবার নামে বেনামে কোটি কোটি টাকার করবার করছিলেন,শেষ পর্যন্ত দেখা গেলো সে ইডির হেফাজতে ও গেলনা।তৃণমূল নেতাদের ছাড় দিচ্ছে ইডি,এবং এতে দিল্লির হাত আছে,সেটিং লোকের কাছে স্পষ্ট।