Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাশিওপিয়া সাহিত্য পত্রিকার সেরা সম্মাননা

কবিতা -ক্ষমা করো মাসৃজনে -শান্তি পদ মাহান্তীতারিখ -১৯/০৯/২০২৫
মৃন্ময়ী মা'র বোধন হবেফুঁ পড়েছে শাঁখে,লাঞ্ছিতা মা কান্না উমারচাপা পড়ে ঢাকে।
কতো উমা যায় হারিয়েআলো দেখার আগে,অভাগিনী মায়ের চোখেস্বপ্ন হয়ে জাগে।
লাঞ্ছিতা মা কতো উমাপশুর …

 


কবিতা -ক্ষমা করো মা

সৃজনে -শান্তি পদ মাহান্তী

তারিখ -১৯/০৯/২০২৫


মৃন্ময়ী মা'র বোধন হবে

ফুঁ পড়েছে শাঁখে,

লাঞ্ছিতা মা কান্না উমার

চাপা পড়ে ঢাকে।


কতো উমা যায় হারিয়ে

আলো দেখার আগে,

অভাগিনী মায়ের চোখে

স্বপ্ন হয়ে জাগে।


লাঞ্ছিতা মা কতো উমা

পশুর অত্যাচারে,

অবিচারে কাঁদে মাগো

মোর বিবেকের দ্বারে।


হায় মা উমা কুমারী মা

রাঙলো না যার সিঁথি,

বোধনে যার বিজয়া মা

বিসর্জনের গীতি।


এঁটো যৌবন মাছি ভনভন

কোঠার কুসুম বাগে,

উমা আমার ঠায় দাঁড়িয়ে

গলিতে রাত জাগে।


মাগো উমা ক্ষমো গো মা

পুজোয় বসলে পরে,

ওই উমারা চোখে মাগো

কান্না হয়ে ঝরে।