Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

'সবুজ প্রযুক্তি' নিয়ে নাটক, রাজ্যস্তরে মহিষাদলের লক্ষ্যা গার্লস হাই স্কুল

অরুণ কুমার সাউ, মহিষাদল : সবুজ প্রযুক্তি বা গ্রিন টেকনোলজি ব্যবহার করে কীভাবে পরিবেশের ক্ষতি কমানো যায় এবং জীবনযাত্রার মান উন্নত করা যায়, সেই বিষয়কে উপজীব্য করে আয়োজিত হলো একটি বিজ্ঞানভিত্তিক নাটক প্রতিযোগিতা। পূর্ব মেদিনীপুর…


অরুণ কুমার সাউ, মহিষাদল : সবুজ প্রযুক্তি বা গ্রিন টেকনোলজি ব্যবহার করে কীভাবে পরিবেশের ক্ষতি কমানো যায় এবং জীবনযাত্রার মান উন্নত করা যায়, সেই বিষয়কে উপজীব্য করে আয়োজিত হলো একটি বিজ্ঞানভিত্তিক নাটক প্রতিযোগিতা। পূর্ব মেদিনীপুরের দিঘা সায়েন্স সেন্টারের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো এই জেলা স্তরের প্রতিযোগিতা। এতে জেলার মোট ৯টি স্কুল অংশ নেয়। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মহিষাদলের লক্ষ্যা গার্লস হাই স্কুল, যা এখন রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। লক্ষ্যা গার্লস হাই স্কুলের পরিবেশিত নাটকটির নাম ‘ নতুন আলো ’। নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভঙ্কর প্রামানিক এবং এর নাট্যকার হলেন শিক্ষিকা রমা ভৌমিক। এই নাটকে অভিনয় করেছে বিদ্যালয়ের ছাত্রীরা— সহেলী মাইতি, সৃজা বেরা, প্রেরণা ঝুলকি, আলোলিকা প্রধান, মৌমিতা মুড়া, মৌ মাইতি, রাজশ্রী সামন্ত এবং বর্ণালী রানা। আগামী ২৩শে সেপ্টেম্বর কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে অনুষ্ঠিত হবে রাজ্যস্তরের প্রতিযোগিতায় এই দলটি অংশগ্রহণ করবে।

এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়েছে গয়েশ্বরী গার্লস হাই স্কুল এবং তৃতীয় স্থান অধিকার করেছে কাঁথির কন্টাই পাবলিক স্কুল। নাটকটির পরিচালক শুভঙ্কর প্রামানিক জানান, - গ্রিন টেকনোলজিকে কাজে লাগিয়ে কিভাবে পরিবেশের ক্ষতি কমানো যায় এবং মানব জীবনের মান উন্নয়ন করা যায়, এই বিষয়ে সাত দিনের কর্মশালার মাধ্যমে নাটকটি তৈরি করা হয়। এই নাটক নির্মাণে নাট্যকার সুভাষ কর্মকারও সাহায্য করেছেন বলে তিনি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী ত্রিপাঠী এই সাফল্যে দারুণ খুশি। তিনি বলেন, - আমাদের স্কুলের ছাত্রীদের এমন সাফল্যে আমি খুব আপ্লুত। লক্ষ্যা অঞ্চলের সাংস্কৃতিক পরিমণ্ডলে আমাদের ছাত্রীরা যে এমন ফল করেছে, তাতে আমি গর্বিত। আশা করি আগামী দিনেও তারা আরও ভালো কিছু করবে।