Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুজোয় ঘুরতে গেলে বাড়ী লক্ষ্য রাখবে পুলিশ,জানালেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার

পূর্ব মেদিনীপুর , তমলুক: পুজোয় ঘুরতে গেলে এবার চিন্তা নেই,আপনার বাড়ী লক্ষ্য রাখবে পুলিশ,শুধু পুলিশকে জানিয়ে যান!সাংবাদিক সম্মেলন করে জানালেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার।পুজোয় বাড়ি ফেলে ঘুরতে গিয়ে বাড়ির চিন্তায় বেড়ান…


পূর্ব মেদিনীপুর , তমলুক: পুজোয় ঘুরতে গেলে এবার চিন্তা নেই,আপনার বাড়ী লক্ষ্য রাখবে পুলিশ,শুধু পুলিশকে জানিয়ে যান!সাংবাদিক সম্মেলন করে জানালেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার।

পুজোয় বাড়ি ফেলে ঘুরতে গিয়ে বাড়ির চিন্তায় বেড়ানোর আনন্দ অনেকটাই মাটি হয়ে যায়। এবার মুসকিল আসান করবে পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানান।


পুজোর সময় বাড়ি চুরির ঘটনা প্রচুর লক্ষ্য করা যায়,কারণ মানুষজন বাড়িতে তালা মেরে ঘুরতে যান।এখন মানুষ জন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পোষ্ট করেন।এখন ঘুরতে গেলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার কোনো দরকার নেই। কোথাও ঘুরতে গেলে পাশের বাড়ি অন্তত জানা উচিত,পাশাপাশি আপনারা পুলিশে জানিয়ে যাবেন।প্রত্যেক থানা কে বিভিন্ন সেকটর এ ভাগ করে দেওয়া হচ্ছে।তাই যারা বাড়ি ছেড়ে যাচ্ছেন তারা লোকাল থানায় খবর দিলে তারা বাড়ি পেট্রোলিং এর মধ্যে রাখবেন।