Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছট পূজায় কোলাঘাটের রূপনারায়ণের পাড়

বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক : হিন্দু বর্ষপঞ্জীর কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ হল এই ছট পূজা। সূর্য্যোপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম…


বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক : হিন্দু বর্ষপঞ্জীর কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ হল এই ছট পূজা। সূর্য্যোপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে। 

এদিন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে রূপনারায়ণ নদের পাড় বরাবর মূলত হিন্দিভাষীদের বিপুল সমাগম এবং ছট পুজোর আবহে বিহার উত্তরপ্রদেশের চিত্র ফুটে উঠেছিল। প্রথা অনুযায়ী চারদিন ধরে পালিত হওয়া এই ছটপূজায় তৃতীয় দিন অস্তগামী সূর্যের আরাধনা করা হয়। চতুর্থ দিন রাতভোর থেকে ভক্তরা চলে আসেন উদিয়মান সুর্যের আরাধনায় সামিল হতে। মেছেদা, পাঁশকুড়া, তমলুক, বালিচক, খড়গপুর, দেউলটি ,বাগনান, কোলাঘাট সহ আরো বিভিন্ন জায়গায় যে সমস্ত বিহার উত্তর প্রদেশ মধ্যপ্রদেশের হিন্দিভাষী মানুষ বসবাস করছেন মূলত তারাই আসেন। টোটো, অটো, ছোট বড় চারচাকা, বাইক যোগে বাদ্যবাজনা সহযোগে রঙিন বস্ত্রে, শুদ্ধচিত্তে নৈবিদ্যের ডালা হাতে নদীর পাড়ে সবাই বসে যান।

পুজোর ডালায় সুর্য্যদেবের উদ্দেশ্যে নিবেদনে থাকে নারকেল, কলা , সুপারি, বাতাবি , পানিফল, আঁখ, গুড়, মিস্টান্ন, ঘরে তৈরি করা ঠেকুয়া ইত্যাদি উপকরণ সামগ্রী ।কুলো চুবড়ি বা ডালা সাজিয়ে নেয়ে আসেন। পশ্চিম দিগন্তের আকাশ রাঙিয়ে সুর্য ডোবার পালা শুরু হলে গঙ্গার প্রবাহমান স্রোতধারায় ভক্তরা হাঁটু বা কোমর জলে নেমে সুর্য দেবতার পূজায় মেতে উঠেন। বিহারি ভোজপুরি ভাষায় গেয়ে ওঠে সূর্যদেব এবং সূর্যদেবের বোন ছোটি মাইয়ার উদ্দেশ্যে মাঙ্গলিক গীতি। সন্ধ্যা ঘনিয়ে এলে সবাই বাড়ি ফেরেন। পরদিন আবার ভোর রাত থেকে ভিড় জমতে থাকে। সূর্য ওঠার পালা শুরু হলেই আবার পুজো শুরু হয়ে যায়। 

সবমিলিয়ে নানাভাষা নানা জাতির বিচিত্রপূর্ণ ভারত বর্ষের ভক্তি আবেগ উন্মাদনায় এক বৈচিত্র্যময় পরিবেশ জাগ্রত হয়। যে সম্প্রতি ভালোবাসা মিলনের বার্তা বহন করে চলেছে আদি ও অনাদি কাল হতে।খড়গপুর থেকে নিলেন যাদব, তমলুক থেকে অনীল সিং, তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক সুরেশ যাদব সবাইকে ছট পুজোর শুভেচ্ছা জানিয়ে একবাক্যে বলে ওঠেন জয় সুর্য্যদেব, জয় ছোটি মাইয়া।

স্থানীয় বাসিন্দা অসীম দাস বলেন, এটাই হল আমার দেশ , আমাদের চিরাচরিত ভারতবর্ষ। বৎসরান্তে কোলাঘাটে এই ছটপুজার সমাগম আমরা ভীষণভাবে উপভোগ করি। রূপনারায়ণ পাড়ের মানুষ হিসেবে এরজন্য গর্বিত। আগামীদিনে আরো বহু সংখ্যক মানুষদের এই পবিত্র ছট পুজায় কোলাঘাট রূপনারায়ণ পাড়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কোলাঘাটবাসীরা সবরকমভাবে সহযোগিতা করে চলেছি , আরো করবো।