Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেশপুর ব্লকের মোহনপুরে রক্ত দিলেন ৮০ জন

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মোহনপুর নবীন সংঘ ও  জঙ্গলমহল উত্তরণ ঐক্য মঞ্চ উদ্যোগে এবং হোমিওপ্যাথি চিকিৎসক সমিতি, নবোদয় ডায়গোনেস্টিক সেন্টার,তরুণ সংঘ, লায়ন্স ক্লাব সহ অন্যান্যদের সহযোগিতায…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মোহনপুর নবীন সংঘ ও  জঙ্গলমহল উত্তরণ ঐক্য মঞ্চ উদ্যোগে এবং হোমিওপ্যাথি চিকিৎসক সমিতি, নবোদয় ডায়গোনেস্টিক সেন্টার,তরুণ সংঘ, লায়ন্স ক্লাব সহ অন্যান্যদের সহযোগিতায় আয়োজিত শিবিরে রক্ত দিলেন নারী পুরুষ মিলিয়ে ৮০ জন রক্তদাতা।

এই শিবিরে রক্ত সংগ্রহ করেন খড়্গপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারে। শিবিরে রক্তদাতার উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ ত্রিনাথ চ্যাটার্জী, ডাঃ বিশ্বজিৎ পড়িয়া,শালবনী টাঁকশালেন ডেপুটি জেনারেল ম্যানেজার, সমাজকর্মী গোপাল সাহা প্রমুখ।

আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন সুরজিৎ ধারা, দীনেশ ধারা, মনসা পাঁজা , জগন্নাথ পাত্র সহ অন্যান্যরা।