নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর..... সম্প্রতি উত্তরপ্রদেশের কানপুরের 'সেলিং হাউস স্কুল' এ অনুষ্ঠিত হয় CISCE বোর্ড এর ন্যাশনাল যোগাসন প্রতিযোগিতায় এবং সাব জুনিয়র বালিকা যোগাসন সিলেকশনে আনিশা স্কুল ফর যোগ কালচার এর দুজন ছাত্…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর..... সম্প্রতি উত্তরপ্রদেশের কানপুরের 'সেলিং হাউস স্কুল' এ অনুষ্ঠিত হয় CISCE বোর্ড এর ন্যাশনাল যোগাসন প্রতিযোগিতায় এবং সাব জুনিয়র বালিকা যোগাসন সিলেকশনে আনিশা স্কুল ফর যোগ কালচার এর দুজন ছাত্রী বিশেষ সফলতা অর্জন করেছে ।রয়্যাল একাডেমি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সোমঋতা চক্রবর্তী সাব জুনিয়র বালিকা বিভাগে যোগাসন ভারতের সিলেকশন এ হ্যান্ড ব্যালেন্সে ন্যাশনাল এর জন্য প্রথম স্থান এবং CISCE বোর্ড এর ন্যাশনাল যোগাসন প্রতিযোগিতায় অনুর্ধ ১৭ ট্রাডিশনাল যোগাসন ব্যক্তিগত বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে। অনুষ্কা গুপ্ত অনুর্ধ ১৯ বিভাগে রিদিমিক প্যেয়ার এ প্রথম স্থান অধিকার করে SGFI যাওয়ার সুযোগ পেয়েছে। সোমঋতা ২৬-২৮ ডিসেম্বর মাসে মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত যোগাসন ভারতের সাবজুনিয়র ন্যাশনাল ব্যাক্তিগত বালিকা বিভাগে সব থেকে আকর্ষণীয় ও প্রেস্টিজিয়াস হ্যান্ড ব্যালেন্স যোগাসন প্রতিযোগিতা এবং দলগত ট্রাডিশনাল যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে।