Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হস্তাক্ষর কর্মশালা অনুষ্ঠিত হলো ভগবতী দেবী পি টি টি আই তে..

নিজস্ব প্রতিবেদক,বেলদা : পশ্চিম মেদিনীপুর জেলার খাকুড়দারভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার, IQAC র উদ্যোগে ভগবতী দেবী শিক্ষা নিকেতনের সহযোগিতায় দুই দিনব্যাপী হস্তাক্ষর কর্মশালার আয়োজন করা হয়েছিল। এই কর্মশালার মুখ্য আলো…


নিজস্ব প্রতিবেদক,বেলদা : পশ্চিম মেদিনীপুর জেলার খাকুড়দার

ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার, IQAC র উদ্যোগে ভগবতী দেবী শিক্ষা নিকেতনের সহযোগিতায় দুই দিনব্যাপী হস্তাক্ষর কর্মশালার আয়োজন করা হয়েছিল। এই কর্মশালার মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পাটিকাবাড়ি হাই স্কুলের সম্মানীয় শিক্ষক ডঃ বিকাশ মৈত্র মহাশয় ও রেখা মৈত্র রয় মহাশয়া।


এই সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার অধ্যক্ষ ড: সিদ্ধার্থ শংকর মিশ্র। মহাশয়। সভার শুরুতে প্রদীপ প্রজ্জলন ও ছাত্র-ছাত্রীদের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে এই মহতী আলোচনা সভার শুরু হয়। আলোচনার প্রথমে মুখ্য আলোচকদের একটি চারা গাছ ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন সভার সভাপতি । সভার শুরুতে মুখ্য আলোচক বিকাশ মৈত্র হাতের অক্ষর নিয়ে কিছু মূল্যবান কথা বলেন। তিনি বলেন হাতের অক্ষরের মধ্য দিয়ে একজন মানুষের ব্যক্তিত্বের বিকাশ ও মানসিক অবস্থান সম্পর্কে জানা যায় এবং ভালো হাতের লেখা ব্যক্তি ও সমাজের কাছে সমাদৃত হন।

কর্মশালার উদ্বোধনী পর্বে কলেজের অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শংকর মিশ্র বলেন এক দিনে কারোর হাতের লেখা ভালো হয় না কিন্তু তা অনুশীলনের মধ্য দিয়ে ধীরে ধীরে ভালো করার চেষ্টা করতে হবে। খারাপ হাতের অক্ষর হলে কোন কোন ক্ষেত্রে একটি ছাত্র উত্তর ভাল লিখলেও নাম্বার কম পাওয়ার সম্ভাবনা থাকে কোন ছাত্র খারাপ উত্তর লিখেও ভালো হাতের লেখার জন্য সে  ভালো নম্বর পেয়ে যায়।

ভালো হাতের অক্ষর তার জীবিকা অর্জনের মাধ্যম হয়ে উঠতে পারে। তাই একটি শিশুকে ছোট থেকেই হাতের অক্ষরের প্রতি যত্নবান হতে হবে।

সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান সুমনা মাইতি,  অধ্যাপক সমর মাইতি,  অধ্যাপিকা টুম্পা গিরি,  ছন্দা মাইতি প্রমূখ।। দুই দিনে প্রায় চার শতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।। নিজের হাতের অক্ষর ভালো করার এই উদ্যোগ ছাত্র-ছাত্রীদের মধ্যে বিপুল সাড়া জাগায়।।