নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে রবিবার সকালে ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার ১৫৬ তম জন্মদিন যথোচিত মর্যাদা সহকারে উদযাপন করা হয়।
…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে রবিবার সকালে ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার ১৫৬ তম জন্মদিন যথোচিত মর্যাদা সহকারে উদযাপন করা হয়।
প্রথমে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের মাঠের ধারে অবস্থিত বীরাঙ্গনার পূর্ণাবয়ব মূর্তিতে,পরে মীরবাজারে গান্ধীবুড়ী মাতঙ্গিনী হাজরার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন ইউনিটের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য অধ্যাপক মন্টু রাম জানা, সহ-সম্পাদক সুদীপ কুমার খাঁড়া,ই সি মেম্বার ডাঃ অসীম কুমার মাইতি।
পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান ইউনিট সম্পাদক তারাপদ বারিক,কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া, তিন সহসভাপতি অমিতাভ দাস,শঙ্কর চন্দ্র সেন, সবিতা মান্না, ইউনিটের সহ-সম্পাদক দেবজিত জানা, ইউনিট কোষাধ্যক্ষ অধ্যাপক ডঃ সুশান্ত দে,সাংস্কৃতিক উপসমিতির চেয়ারপার্সন ভরত কুমার রায়, ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য বিশ্বজিৎ সাহু, ইউনিটের সদস্য মহীতোষ কুমার নাথ, নারায়ণ প্রসাদ চৌধুরী, সহ কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস প্রমুখ।