বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলা রকিট বল অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং রাজ্য রকিট বল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক হাটে অনুষ্ঠিত হলো দশম রাজ্য রকিট বল প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হয়েছ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলা রকিট বল অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং রাজ্য রকিট বল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক হাটে অনুষ্ঠিত হলো দশম রাজ্য রকিট বল প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হয়েছিল ১১ ই অক্টোবর শেষ হয় ১৪ই অক্টোবর। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাব্রতি সুকুমার মাইতি, নেহেরু যুব কেন্দ্রের ডিওয়াইসি পাপাই দাস, পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক চন্দন মাইতি, প্রমুখ। এই প্রতিযোগিতায় রাজ্যের বারটি জেলার পুরুষ দল, এবং আটটি জেলার মহিলা দল অংশগ্রহণ করেছিল। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া হুগলি নদীয়া, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান, মালদহ পুরুলিয়া বীরভূম উত্তর ২৪ পরগনা দক্ষিণ২৪ পরগনা মুর্শিদাবাদ এবং বাঁকুড়া। এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বিজয়ী হয় মালদহ জেলা, বিজিত হয় পুরুলিয়া জেলা, মহিলা বিভাগে বিজয়ী হয় হাওড়া ,বিজিত হয় পূর্ব মেদিনীপুর। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পূর্ব মেদিনীপুর জেলা রকিট বল অ্যাসোসিয়েশনের সম্পাদক রামকৃষ্ণ মাইতি। প্রত্যেকদিন খেলাপ্রেমি মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মত।