নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : আসন্ন কালীপূজা ও দীপাবলিকে আনন্দমুখর এবং দূষনমুক্ত করতে ১০ দফা দাবি ও প্রস্তাব নিয়ে সবুজ মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার একটি প্রতিনিধি দল জেলা শাসক ও পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন।
পুলিশ সুপার নি…
পুলিশ সুপার নিষিদ্ধ বাজি ও ভয়ঙ্কর শব্দ দানব ডিজে বন্ধ করতে সামাজিক সচেতনতার সাথে সাথে শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত নাগরিকদেরও এগিয়ে আসতে আহ্বান জানান।
পুলিশ সুপার জানান,অতি দ্রুত নিষিদ্ধ বাজি,ডিজে বিষয়ে অভিযোগ জানানোর জন্য একটা গ্ৰুপ ফোন নম্বর সামাজিক মাধ্যমে দেওয়া হবে। যেখানে মানুষ নিবিদ্ধায় অভিযোগ জানতে পারেন এবং যারা অভিযোগ জানাবেন তাদের নাম ও ফোন নম্বর গোপন রাখা হবে।প্রতিনিধি দলে সবুজ মঞ্চের সভাপতি রোশেনারা খান সম্পাদক ঝর্ণা আচার্য্য প্রতিনিধিত্ব করেন।