Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কালীপূজো উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম:উৎসবের মরসুমে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের সমাজসেবা মূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো ঝাড়গ্রাম জেলা পুলিশ ও মানিকপাড়া ফাঁড়ির পুলিশ প্রশাসন। মঙ্গলবার কালীপুজো উপলক…


নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম:উৎসবের মরসুমে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের সমাজসেবা মূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো ঝাড়গ্রাম জেলা পুলিশ ও মানিকপাড়া ফাঁড়ির পুলিশ প্রশাসন। মঙ্গলবার কালীপুজো উপলক্ষে বিশেষ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া ফাঁড়িতে ১৮০ জন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সৈয়দ মহম্মদ মামদুল্লা হাসান, ঝাড়গ্রামের এসডিপিও সামীম বিশ্বাস, মানিকপাড়া ফাঁড়ির পুলিশ ইনচার্জ নিশীথ আদক সহ অন্যান্যরা। এদিন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানান, সারা বছর ধরে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি যেমন সহায় কর্মসূচি, দান অ্যাপ, দিশা কোচিং সেন্টার–এর মাধ্যমে জেলার সাধারণ মানুষকে পাশে থাকার চেষ্টা করে পুলিশ প্রশাসন। তিনি আরও বলেন, ঝাড়গ্রাম জেলার প্রতিটি থানার পক্ষ থেকেও কালীপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে।

আলোর উৎসবকে কেন্দ্র করে নতুন বস্ত্র পেয়ে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে দুঃস্থ পরিবারগুলির মধ্যে। এছাড়াও কালীপুজো উপলক্ষে গোপীবল্লভপুর থানার উদ্যোগে থানা চত্বরে আয়োজিত হলো বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এদিন প্রায় ২৫০ জন দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। পুজোর মরশুমে নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার মানুষজন।


বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সৈয়দ মহম্মদ মামদুল্লা হাসান, গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সরফরাজ,গোপীবল্লভপুর থানার আই.সি কার্তিক চন্দ্র রায় সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকরা।