নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : জেলার বিভিন্ন আঙ্গিকের সংগীত শিল্পীদের নিজস্ব তৈরি গান সর্বস্তরের ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম অনুষ্ঠিত হতে চলেছে সময় বাংলা ও অর্ক চট্টোপাধ্যায় আয়োজিত মঞ্চ "এই সময…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : জেলার বিভিন্ন আঙ্গিকের সংগীত শিল্পীদের নিজস্ব তৈরি গান সর্বস্তরের ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম অনুষ্ঠিত হতে চলেছে সময় বাংলা ও অর্ক চট্টোপাধ্যায় আয়োজিত মঞ্চ "এই সময়ের বাংলা গান"। রবিবার মেদিনীপুর কলেজ অটোনোমাসের বিবেকানন্দ সভাগৃহের মঞ্চে উপস্থাপিত হতে চলেছে জেলার সংগীত শিল্পীদের লেখা স্বরচিত বাংলা গানের অনুষ্ঠান। শনিবার এক সাংবাদিক বৈঠকে রবিবারের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানান আয়োজকেরা। আয়োজকদের তরফে জানানো হয়, মূলত মেদিনীপুরের সংস্কৃতি চর্চা মেদিনীপুরের সংগীত শিল্পীদের নতুন চিন্তা নতুন ভাবনা গানের মধ্য দিয়ে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। যাতে এই জেলার সংগীত শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম পায় সেই ব্যবস্থাই করা হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। রবিবারের এই মঞ্চে জেলার ১৩ জন সঙ্গীত শিল্পীর স্বরচিত বাংলা গান উপস্থাপিত হতে চলেছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শহরের সমাজসেবী চন্দন বোস, মেদিনীপুর কলেজের অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ, সময় বাংলা চ্যানেলের কর্নধার জয়ন্ত মন্ডল, সংগীতশিল্পী অর্ক চট্টোপাধ্যায়, সুমন্ত সাহা, অর্ণব সেন সহ অন্যান্যরা।
