তমলুক, পূর্ব মেদিনীপুর : তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান দলের নির্দেশ মতো পদত্যাগ করলেও , এগরা পুরসভা নিয়ে ধোঁয়াশা এখন ও কাটেনি।! অবশেষে দলের নির্দেশ মেনেই তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন।মঙ্গলবা…
তমলুক, পূর্ব মেদিনীপুর : তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান দলের নির্দেশ মতো পদত্যাগ করলেও , এগরা পুরসভা নিয়ে ধোঁয়াশা এখন ও কাটেনি।! অবশেষে দলের নির্দেশ মেনেই তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন।মঙ্গলবার পুরসভার বোর্ড অফ কাউন্সিলারের বৈঠকে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। রাজপরিবারের সদস্য দ্বীপেন্দ্রনারায়ণ রায়। ।
দ্বীপেন্দ্রনারায়ন জানান, “আমি দলের নির্দেশ মেনেই পুরসভার চেয়ারম্যানের পদে ইস্তফা দিয়েছি। এবার ইস্তফাপত্র জেলা শাসকের কাছে পৌঁছাবে। এবং তারপর আমার ইস্তফাপত্র কার্যকর হবে।
প্রসঙ্গতঃ গত বৃহস্পতিবার রাতে টেলিফোন মারফৎ তৃণমূল নেতৃত্বের তরফ থেকে তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ আসে দ্বীপেন্দ্রনারায়ণ রায়ের কাছে। একই ভাবে ইস্তফা দেওয়ার নির্দেশ পান ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায়ও। এছাড়াও এগরা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকেও ইস্তফা দিতে নির্দেশ দেয় তৃণমূলের নেতৃত্ব। শুক্রবার দুই পুরসভাতেই তৃণমূলের তরফে লিখিত নির্দেশ পৌঁছে যায়।
আচমকাই জেলার দুই তৃণমূল পরিচালিত পুরসভার হেভিওয়েট চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ঠিক কোন কারনে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় তা নিয়ে শুরু হয় চাপান উতোর। তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দ্বীপেন্দ্রনারায়ন রায় সাফ জানিয়ে দেন, “আমি আর্থিক স্বচ্ছলতার মধ্যে থেকেই রাজনীতিতে এসেছি। অর্থের বিনিময়ে তিনি কোনওপ্রকার অনৈতিক কাজ করিনি। তবে দলের নির্দেশ মেনে তৎক্ষণাৎ পদত্যাগ করা সম্ভব নয়। আগে থেকেই ১০ নভেম্বর গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা রয়েছে। সেই বৈঠকের পরেই পদত্যাগ করব”।
পূর্ব ঘোষণা মতোই সোমবার পুরসভায় নির্ধারিত বৈঠকে যোগ দিয়েছেন দ্বীপেন্দ্রনারায়ন। এবং এরপরেই মঙ্গলবার পুরসভার বোর্ড অফ কাউন্সিলারের বৈঠকে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। দলের ভাইস চেয়ারম্যানও সেই পথ অনুসরণ করে নিজের ইস্তফাপত্র তুলে দিয়েছেন লীনা মাভৈ রায়। তিনি জানান, “দলের সম্মতিতেই আমি ভাইস চেয়ারম্যান পদে বসেছিলাম। এখন দল বলেছে বলেই পদত্যাগ করলাম। তবে কি কারনে আমাকে পদত্যাগ করতে বলা হল তা জানা নেই”।
তৃণমূলের নির্দেশ মেনে তাম্রলিপ্ত পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদত্যাগ করলেও এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক ও ভাইস চেয়ারম্যান সোমা চক্রবর্তী এখনও পদত্যাগ করেননি। এখনই তাঁরা পদত্যাগ করবেন কিনা সে বিষয়েও স্পষ্ট করে কিছুই জানাননি তাঁরা।
