নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : সংগঠনের চল্লিশ বছর উদযাপনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কাউন্সিলের বিশেষ সভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের বার্জ টাউনের পোড়া বাংলো রোড়ে অবস্থিত জেলা দপ্তরে। সংগ…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : সংগঠনের চল্লিশ বছর উদযাপনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কাউন্সিলের বিশেষ সভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের বার্জ টাউনের পোড়া বাংলো রোড়ে অবস্থিত জেলা দপ্তরে। সংগঠনের চল্লিশ বছর উদযাপনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে বিজ্ঞান চেতনার প্রসারে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে সারা বছর ধরে। ইতিমধ্যে চল্লিশ বছর উদযাপনের লগো প্রকাশিত হয়েছে।লগো ডিজাইন করেছেন সংগঠনের রাজ্য কাউন্সিল সদস্য প্রদ্যুৎ কর্মকার। 'বিজ্ঞানের আলো,প্রতি ঘরে জ্বালো' এই আহ্বানকে সামনে রেখে বছর ভর অনুষ্ঠিত হবে নানান কর্মসূচি।এই উপলক্ষ্যে আগামী ২২ শে নভেম্বর কলকাতায় কেন্দ্রীয় শোভাযাত্রা হবে। ২৯ শে নভেম্বর গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা দপ্তর সহ জেলার প্রতিটি বিজ্ঞান কেন্দ্র ও বিজ্ঞান সভা এলাকায় সংগঠনের পতাকা উত্তোলন করা হবে। সারাবছর ধরে বিজ্ঞান বিষয়ক, সমাজসচেতা মূলক , পরিবেশ সচেতনতা মূলক নানা আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে জেলা জুড়ে। সারা জেলায় কুসংস্কার বিরোধী যুক্তিবাদী অনুষ্ঠান সংগঠিত হবে সাথে কৃষকদের নিয়ে দাওয়া বৈঠকও করা হবে।১ জানুয়ারি ২০২৬ সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন থেকে ৩০জানুয়ারি ২০২৬ মহাত্মা গান্ধীর হত্যা দিবস পর্যন্ত সারা রাজ্যের মতো সারা জেলায় প্রতিটি বিজ্ঞান কেন্দ্রের অভ্যন্তরে বিজ্ঞান জাঠা আয়োজনের কথাও আলোচনা হয়েছে এদিনের সভায়। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সুধাপদ বসু, সভাপতি সুজাতা মাইতি,কার্যকরী সভাপতি দিলীপ চক্রবর্তী সহ জেলা নেতৃবৃন্দ।রাজ্য কমিটির পক্ষ থেকে এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির কার্যকরী সভাপতি প্রদীপ মহাপাত্র,রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তপন মিশ্র। তাঁরা দুজনে এদিনের সভায় রাজ্য কমিটির বার্তা দেওয়ার পাশাপাশি চল্লিশ বছর উদযাপনের রূপরেখা নিয়ে বিশদে আলোচনা করেন।

