বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক: পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের চাঠরায় শুক্রবার বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হল।এদিন এই ব্লকের কিষান- কিষাণিদের নিয়ে সচেতনতামূলক আলোচনাচক্রের আয়োজন করা হয়।মাটির স্বস্থ্য ভালো রাখতে কিকি করনী…
বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক: পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের চাঠরায় শুক্রবার বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হল।এদিন এই ব্লকের কিষান- কিষাণিদের নিয়ে সচেতনতামূলক আলোচনাচক্রের আয়োজন করা হয়।মাটির স্বস্থ্য ভালো রাখতে কিকি করনীয় সে বিষয়ে আলোচনা করা হয়।মূলত মাটির স্বাস্থ্যরক্ষায় যথেচ্ছো রাসয়ানিক ব্যবহার না করার প্রতি গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হয়।পাশাপাশি মাটির স্বাস্থ্যরক্ষায় মাটি পরীক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়।
কৃষকদের এদিন বেশকিছু কৃষকদের মাটির স্বাস্থ্যকার্ড তুলে দেওয়া হয়।এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী ব্লকের সহকৃষিঅধিকর্তা কৃষ্ণেন্দু হাইত,এছাড়াও ছিলেন কৃষিসম্প্রসারন আধিকারিক বিশ্বজিৎ বল,বিটিএম বিশ্বজিৎ ভৌমিক , পঞ্চায়েত সমিতির কৃষিকর্মাধ্যক্ষ দূর্গাপদ বাড়ি।

