বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকবর্ষা নাবার আগে পাঁশকুড়া স্টেশন বাজার থেকে রুমনারায়ণ নদী পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার সোয়াদিঘী ও সহযোগী খাল গুলির দিয়ে দ্রুত জল নিকাশির জন্য পূর্ব ঘোষণা মত সংস্কারের দাবি নিয়ে বুধবার তমলুক সে…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
বর্ষা নাবার আগে পাঁশকুড়া স্টেশন বাজার থেকে রুমনারায়ণ নদী পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার সোয়াদিঘী ও সহযোগী খাল গুলির দিয়ে দ্রুত জল নিকাশির জন্য পূর্ব ঘোষণা মত সংস্কারের দাবি নিয়ে বুধবার তমলুক সেচ ডিভিশনের আধিকারিক এর কাছে সোয়াদিঘি ও সহযোগী খাল সংস্কার কমিটির পক্ষ থেকে একটি স্মারকলিপি তুলে দেওয়া হল। এছাড়াও স্থানীয় পাঁচটি গুরুত্বপূর্ণ দাবিও উল্লেখ করা হয়েছে প্রশাসনিক হস্তক্ষেপে সমাধান করার। উপস্থিত ছিলেন কমিটির অন্যতম নেতৃত্ব নবেন্দু ঘড়া, চিত্ত জানা, প্রদ্যুৎ মন্ডল প্রমুখ নেতৃত্ব। সেচ দপ্তরের আধিকারিক যাতে সমস্যা গুলি সমাধান হয় তার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন কমিটির অন্যতম নেতা নবেন্দু ঘড়া।