নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .....নিজের জন্মদিনটা একটু ভিন্ন আঙ্গিকে পালন করলেন মেদিনীপুর শহরের মহতাবপুর এলাকার বাসিন্দা যোগ প্রশিক্ষক আলোক কুমার পাল। বৃহস্পতিবার খড়্গপুর সদর মহকুমা হাসপাতালের ফিজিওথেরাপিস্ট আলোকবাবু ৫৪ …
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .....নিজের জন্মদিনটা একটু ভিন্ন আঙ্গিকে পালন করলেন মেদিনীপুর শহরের মহতাবপুর এলাকার বাসিন্দা যোগ প্রশিক্ষক আলোক কুমার পাল। বৃহস্পতিবার খড়্গপুর সদর মহকুমা হাসপাতালের ফিজিওথেরাপিস্ট আলোকবাবু ৫৪ বছর পূর্ণ করে ৫৫ বছরে পা দিলেন। এই ৫৫ তম দিনটিকে স্মরণীয় করে রাখতে এদিন সন্ধ্যায় তিনি মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করলেন। এই কাজে তাঁকে সহযোগিতা করলেন সামাজিক সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এদিন সন্ধ্যায় অঙ্গীকার পত্র নিয়ে আলোক বাবুদের বাড়িতে উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের প্রতিনিধি সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। স্ত্রী শর্মিষ্ঠা পাল, পুত্র অদ্রীজ পাল,ভাই শান্তি রঞ্জন পাল,ভাতৃবধু শম্পা আঢ্য পালের উপস্থিতিতে আলোকবাবু অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন। উপস্থিত পরিবারের সদস্য-সদস্যারা আলোক বাবুর অঙ্গীকার পত্রে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন।আলোক বাবুকে কুইজ কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।