Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাজলা জনকল্যাণ সমিতির প্লাটিনামজুবিলীসমাপনীউৎসব২০১৯

কাজলা জনকল্যাণ সমিতির প্লাটিনামজুবিলীসমাপনীউৎসব২০১৯ দ্বিতীয় দিনের অনুষ্ঠান   জলবায়ু পরিবর্তন  এর সাথেজীববৈচিত্র্যের সম্পর্ক শীর্ষকআলোচন। এই আলোচনার উদ্বোধক মাননীয় চন্দ্রশেখর মণ্ড, মহদয়,সদস্য,জেলাপরিষদ,পূৃর্ব মেদিনীপুর ও সদস্য,জে…


কাজলা জনকল্যাণ সমিতির প্লাটিনামজুবিলীসমাপনীউৎসব২০১৯ দ্বিতীয় দিনের অনুষ্ঠান   জলবায়ু পরিবর্তন  এর সাথেজীববৈচিত্র্যের সম্পর্ক শীর্ষকআলোচন। এই আলোচনার উদ্বোধক মাননীয় চন্দ্রশেখর মণ্ড, মহদয়,সদস্য,জেলাপরিষদ,পূৃর্ব মেদিনীপুর ও সদস্য,জেলা জীববৈচিত্র্য সমিতি।সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিহির প্রধান,কলাগাছিয়া বিদ্যাপিঠ, ও আহমেদ উদ্দিন,সদস্যজেলাপরিষদ,প্রদীপ প্রজ্জলনেরমাধ্যমে অনুষ্ঠানএর শুভ সুচনা করেন চন্দ্র শেখর মন্ডল। স্বাগত ভাষণদেন কাজলা জনকল্যাণ      সমিতির সাধারণসম্পাদক  স্বপন পন্ডা। তিনি তার বক্তব্যে বলেন এই পৃথিবী সবার এখানে সবার থকার অধিকার রয়েছে,কিন্তু অাজ মানুষের কারন প্রকৃতি ও জলবায়ু সংকটাপন্।অামাদেরকেই তা বাঁচাতে হবে।উদ্ভোধক তার ভাষনে বলেন জীব কুল অাজ সংকটময় তাই বেশী করে গাছ লাগাতে হবে।মিহির প্রধান বলেন আামাদের জল কে বাঁচাতে হবে তবেই জীববৈচিত্র্য ধ্বংসথেকে বাঁচান সম্ভব।