Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পশ্চিম বর্ধমানের সামডিতে পরিত্যক্ত খাদানে মাছ চাষ

বেকারত্ব যখন অভিশাপের মতো।দিশেহারা যুব সমাজ। তেমনি একটা কঠিন সময়ে দিশা দেখাচ্ছে সালানপুর ব্লকের সামডি পঞ্চায়েতের বেশ কয়েকজন যুবক । দীর্ঘদিনের প্রচেষ্টায় আজ তারা সফল এবং আর ও বেকার যুবক যুবতীকে উৎসাহিত করছে স্বনির্ভর হওয়ার জন্য।


বেকারত্ব যখন অভিশাপের মতো।দিশেহারা যুব সমাজ। তেমনি একটা কঠিন সময়ে দিশা দেখাচ্ছে সালানপুর ব্লকের সামডি পঞ্চায়েতের বেশ কয়েকজন যুবক । দীর্ঘদিনের প্রচেষ্টায় আজ তারা সফল এবং আর ও বেকার যুবক যুবতীকে উৎসাহিত করছে স্বনির্ভর হওয়ার জন্য।

সংগ্রামগড়ে ই সি এলের পরিত্যক্ত  খাদানে মাছ চাষ করে এখন  তারা স্বনির্ভর। চাকরি ছাড়াও  অন্য কিছু করার লক্ষ্যে মাছ চাষের ওপর নজর দেয় এই যুবকেরা। বাড়ছে বেকারের সংখ্যা।  কমছে  কর্মসংস্থান। তাই আজ তারা মৎস্য চাষ করে তা একটি সমবায় গোষ্ঠীতে পরিণত করেছে।ওই গোষ্ঠীর  উদ্যোগে আজ বছর দশেক ধরে  সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এবং তাদের নিজেদের প্ৰচেষ্টাতে এই মাছ চাষ  করে প্রতিষ্ঠিত ।

এই ভাবেই সমবায় গোষ্ঠী করে যুবকদের স্বনির্ভর করানোর লক্ষে সম্প্রতি সামডি পঞ্চায়েতের সংগ্রামগড়  অঞ্চল ঘুরে দেখলেন পশ্চিম বর্ধমান জেলার  জেলা শাসক শশাঙ্ক শেঠী এবং অতিরিক্ত জেলা শাসক  খুরশীদ আলি কাদরী ।
এছাড়াও ছিলেন সালানপুর ভিডিও তপন সরকার ও সামডি পঞ্চায়েতের প্রধান  জনার্দন মন্ডল ছাড়া আর অনেকে।
খুরশীদ বাবু জানান, এই মাছ চাষ প্রকল্পকে আরো কিভাবে বাড়ানো যায় এবং আরও কিছু বেকারদের কি ভাবে এই কাজে নিযুক্ত করা যায় সেই কারণেই আজ এই পরিদর্শন ।