Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুদিন ব্যাংক ধর্মঘট

আগামী ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বেতনবৃদ্ধি-সহ একাধিক দাবিতে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হোয়েছে ,এমনটাই হয় সংঘটন এর পক্ষ থেকে।
ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক অফিসারদের বৃহত্তম সংগঠন অল ইন্…


আগামী ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বেতনবৃদ্ধি-সহ একাধিক দাবিতে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হোয়েছে ,এমনটাই হয় সংঘটন এর পক্ষ থেকে।
ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক অফিসারদের বৃহত্তম সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন।৪৮ ঘন্টার এই ধর্মঘটের জেরে চূড়ান্ত সমস্যার মুখোমুখি হতে হবে গ্রাহকদের।

বেতনকাঠামোয় ১৫% বৃদ্ধি, সপ্তাহে ৫ দিনের কাজ ছাড়াও ঋণখেলাপীদের কাছ থেকে দ্রুত টাকা আদায়ও ধর্মঘটীদের অন্যতম দাবি।
মোট ছ’দফা দাবিতে ব্যাংক কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাস এবং সপ্তাহে পাঁচ দিন কাজ-সহ ছ’দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

পাশাপাশি জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি না মিটলে ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্ক ধর্মঘট হবে। সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই এই ধর্মঘটে সামিল হবে বলে খবর। বর্তমানে রবিবার ছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে, তবে ব্যাঙ্ক অফিসার্স সংগঠনের দাবি সপ্তাহে পাঁচদিন কাজ এবং বেতন পুনঃ বিন্যাস।
অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের  পক্ষ থেকে বলেন, 'ম্যানেজমেন্টের তরফে ১২% বেতনবৃদ্ধির কথা আগেই জানানো হয়েছিল।' তবে সব সংগঠনের তরফেই ১৫% এর দাবি তোলা হয়েছে