Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নরঘাটে গঙ্গামেলার উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী

মকরসংক্রান্তির পূর্ণ তিথিতে নন্দকুমার থানার উত্তর নরঘাটে গঙ্গামেলার উদ্বোধন করেন রাজ্যের পরিবহন,  জলসম্পদ ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী।  সেই সাথে উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে,  জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সিরাজ খান…


মকরসংক্রান্তির পূর্ণ তিথিতে নন্দকুমার থানার উত্তর নরঘাটে গঙ্গামেলার উদ্বোধন করেন রাজ্যের পরিবহন,  জলসম্পদ ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী।  সেই সাথে উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে,  জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সিরাজ খান সহ অন্যান্যরা। এদিন পূর্নার্থীদের হাতে খেচুড়ি প্রসাদ তুলে দেওয়ার পাশাপাশি  এলালার কয়েক হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।  নন্দকুমারের নরঘাট সেতুর নিকট হলদি নদীতে কয়েক হাজার মানুষের ভীড় জমে উঠে।