Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জোড়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বেলদা থানা এলাকায়

বেলদা থানার দুটি এলাকা থেকে ঝুলন্ত জোড়া মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বেলদা থানার খালিনা এলাকা থেকে পুলিশ গৃহবধূ ময়না মুর্মুর(২৫) ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বাড়িতে কেউ না থাকায় পারিবারিক সমস্যার…


         বেলদা থানার দুটি এলাকা থেকে ঝুলন্ত জোড়া মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বেলদা থানার খালিনা এলাকা থেকে পুলিশ গৃহবধূ ময়না মুর্মুর(২৫) ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বাড়িতে কেউ না থাকায় পারিবারিক সমস্যার জেরে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ।

অপরদিকে রাতেই বেলদার রবীন্দ্র নগর এলাকা থেকে অতনু দেব (৩১) নামের যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশের বক্তব্য, মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছে যুবক। ঘটনায় জানা গেছে,বাবা-মা গঙ্গাসাগর যাওয়ায় একাই ছিল যুবক। কদিন ধরে মনমরাও ছিল বলেই জানিয়েছে প্রতিবেশীরা। যুবকের গভীর রাতে বাড়ি ফিরে ডেকে সাড়া না পাওয়ায় ঘরের ভেতর ঝুলতে দেখা যায় যুবককে। ঘরের ভেতর টিভি চলছিল। সিলিং ফ্যান থেকে ঝুলছিল দেহ। পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে। তবে কী কারনে মৃত্যু জানতে পারেনি পুলিশ। দুটি মৃতদেহ সংগ্রহ করে শনিবার ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।