Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া দ্বাদশ বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব

হলদিয়া দ্বাদশ  বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব  অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাহিত্যিক শির্ষেন্দু মুখোপাধ্যায় বিশ্ব ভারতীতে হামলা নিন্দার পাশাপাশি  এন আর সি ও সি এ এ এর প্রতিবাদ জানিয়ে কেন্দ্রকে ধিক্কার জানালেন। দুই বাংলার কবি সাহ…


হলদিয়া দ্বাদশ  বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব  অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাহিত্যিক শির্ষেন্দু মুখোপাধ্যায় বিশ্ব ভারতীতে হামলা নিন্দার পাশাপাশি  এন আর সি ও সি এ এ এর প্রতিবাদ জানিয়ে কেন্দ্রকে ধিক্কার জানালেন। দুই বাংলার কবি সাহিত্যিকদের নিয়ে হলদিয়ার বি বি ঘোষ অডিটোরিয়ামে তিন দিনের বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন কবি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সেখানেই তিনি একথা বলেন।

বিশ্বভারতীর মত বিশ্ববিদ্যালয়  যেখানে রবীন্দ্রনাথ জড়িত সেখানে ছাত্রদের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন এটি খুবই উদ্বেগজনক ঘটনা। খুবই লজ্জাজনক ঘটনা।কেননা এটি একটা স্পর্শ কাতর জায়গা  নিরাপত্তার প্রশ্ন আছে  মর্যাদার প্রশ্ন আছে শিক্ষার প্রশ্ন আছে । এটার তদন্ত হওয়া উচিত। 
 এনআরসি সিএএ প্রশ্নে তিনি বলেন,এনআরসি চাইছি না সিএএ চাইছি না  চাইছিলাম না।  উত্তর-পূর্বের রাজ্যগুলিতে অনু প্রবেশের সমস্যা আছে। এটা যে চাপিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে এতে যে কত মানুষ আবার বাস্তুহারা হবে  অনিশ্চয়তার উপর পড়বে তার ঠিক নেই। নাগরিকতা প্রশ্নের যেসব কাগজপত্র যাওয়া হচ্ছে তা এক প্রকার আকাশ কুসুম  আকাশ কুসুম।
এই তো একটা রসিকতা ছাড়া কিছু নয়।