সৈকত শহর দীঘায় বিদ্যুৎ পিষ্ট হয়ে আহত একশিশু। বর্তমানে সে দীঘা স্টেট জেনারেল হাসপাতলে ভর্তি। চিকিৎসাধীন গুরুতর অসুস্থ ওই শিশুটি বাড়ির সামনে খেলার সময় এই দুর্ঘটনা হয়। শিশুটির পা দুটি ঝলসে যায়। জানা যায় মাটির তলা দিয়ে বিদ্যু…
সৈকত শহর দীঘায় বিদ্যুৎ পিষ্ট হয়ে আহত একশিশু। বর্তমানে সে দীঘা স্টেট জেনারেল হাসপাতলে ভর্তি। চিকিৎসাধীন গুরুতর অসুস্থ ওই শিশুটি বাড়ির সামনে খেলার সময় এই দুর্ঘটনা হয়। শিশুটির পা দুটি ঝলসে যায়। জানা যায় মাটির তলা দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়ার কাজ হচ্ছিল মঙ্গলবার এই তারে তা বিদ্যুৎ পৃষ্ট হয় রামনগর ব্লকের বিলা আমরিয়া গ্রামের বাসিন্দা বছর নয় সুপ্রিয়া ভঞ্জে। স্থানীয় সূত্রে জানা যায় বাড়ির সামনে সুপ্রিয়া খেলছিল সেই সময় বিদ্যুতের তার পায়ে জড়িয়ে যায় ফলে মারাত্মক ক্ষতি গ্রস্ত হয় শিশুটির পা দুটি। পরিবারের অভিযোগ এক মাসের বেশি সময় ধরে ওই এলাকায় বিদ্যুতের তার খোলা অবস্থায় পড়ে রয়েছে।কোনরকম সতর্কবার্তা বোর্ড লাগানো হয়নি। ফলে তাদের মেয়েকে দুর্ঘটনায় পড়তে হল।স্থানীয় এক পঞ্চায়েত সদস্যর কথায় দীর্ঘদিন ধরে কেবল লাইনের মুখ খোলা অবস্থায় পড়ে রয়েছে। এ ব্যাপারে বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও কোন গুরুত্ব দেওয়া হয়নি।
এদিনের ঘটনা প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কোন উত্তর না দিতে পারলেও তিনি বলেন, বিদ্যুৎ সংযোগ দিয়ে কেবল লাইনের পরীক্ষা-নিরীক্ষা চলছিল কিন্তু কি ভাবে বিদ্যুৎ গিয়ে পৌঁছলো তা খতিয়ে দেখা হচ্ছে।প্রসঙ্গত পরিষেবার দায়িত্ব ছিল লারসেন এন্ড টুটু ব্রো নামে এক বেসরকারি সংস্থার হাতে। মাটির উপরের বিদ্যুতের তার ঝড়ে ছিড়ে যায়। তাই মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছিল।