নয়াগ্রাম থানার বড় খাঁকড়ি গ্রাম থেকে উদ্ধার করা হল বিরল প্রজাতির শকুন।বিশেষজ্ঞদের মতে এটি গ্রিফন প্রজাতির শকুন। এই প্রজাতির শকুন আমাদের এই দক্ষিনবঙ্গ তথা জঙ্গল মহল এলাকায় বিরল প্রজাতি।অনেকদিন যাবৎ অসুস্থ থাকায় বনদপ্তর এই ননতুন অত…
নয়াগ্রাম থানার বড় খাঁকড়ি গ্রাম থেকে উদ্ধার করা হল বিরল প্রজাতির শকুন।বিশেষজ্ঞদের মতে এটি গ্রিফন প্রজাতির শকুন। এই প্রজাতির শকুন আমাদের এই দক্ষিনবঙ্গ তথা জঙ্গল মহল এলাকায় বিরল প্রজাতি।অনেকদিন যাবৎ অসুস্থ থাকায় বনদপ্তর এই ননতুন অতিথিকে কলমা পুকুরিয়া বিট অফিসে বর্তমানে রেখে তার শুশ্রূষার ব্যবস্থা করা হয়েছে।