মালদার ইংলিশ বাজার থেকে রবিবার দিঘায় ঘুরতে এসে ধর্ষিতা হলেন বছর পঞ্চাশের মহিলা। রবিবার সন্ধ্যায় ট্রেনে করে বাড়ির ফিরে যাওয়ার কথা থাকলেও দেরি হওয়ায় কারনে দীঘা রেলস্টেশনে আশ্রয় নেয়।এমতাবস্থায় স্টেশনে ঐ মহিলা সাথে পরিচয় জ…
মালদার ইংলিশ বাজার থেকে রবিবার দিঘায় ঘুরতে এসে ধর্ষিতা হলেন বছর পঞ্চাশের মহিলা। রবিবার সন্ধ্যায় ট্রেনে করে বাড়ির ফিরে যাওয়ার কথা থাকলেও দেরি হওয়ায় কারনে দীঘা রেলস্টেশনে আশ্রয় নেয়।এমতাবস্থায় স্টেশনে ঐ মহিলা সাথে পরিচয় জমিয়ে তুলেন আকাশ নামে বছর তিরিশের যুবকের।নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার নাম করে উড়িষ্যায় চন্দনেশ্বরে সীতা নামে একটি হোটেলে নিয়ে যান।ঐ হোটেলে মহিলা কে জোর করে ধর্ষণ করে। তারপর সুযোগ বুঝে মহিমার দামি মোবাইল ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।
অসহায় মহিলা হোটেল কর্তৃপক্ষ জানিয়ে কোনো সাহায্য পায়নি।শেষমেষ তালসারি মেরিন থানায় লিখিত অভিযোগে দায়ের করেন।উড়িষ্যায় পুলিশ ঘটনায় তদন্তে নেমেছে।