Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উপকূল রক্ষীবাহিনী নতুন জাহাজ অম্রিত কাউর

উপকূল রক্ষীবাহিনী কাজের সুবিধের জন্য পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় উপকূল রক্ষীবাহিনী প্রাধান কার্যালয়ে " অম্রিত কাউর" নামে একটি উন্নতমানের দ্রুতগত সম্পন্ন জাহাজ নিয়ে আসা হয়। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক প…



উপকূল রক্ষীবাহিনী কাজের সুবিধের জন্য পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় উপকূল রক্ষীবাহিনী প্রাধান কার্যালয়ে " অম্রিত কাউর" নামে একটি উন্নতমানের দ্রুতগত সম্পন্ন জাহাজ নিয়ে আসা হয়। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ সহ উপকূল রক্ষীবাহিনী আধিকারীকদের উপস্থিতি উন্নতমানের জাহাজ উপকূল রক্ষীবাহিনী হাতে তুলে দেওয়া হয়। ১২ই জানুয়ারী ভারত সরকারের ডিফেন্স সেক্রেটারি অজয় কুমারের হাত দিয়ে জাহাজটি শুভ উদ্বোধন করা হয়। তার পর বৃহস্পতিবার সেই জাহাজটি উপকূল রক্ষীবাহিনী হলদিয়ার প্রধান কার্যালয়ে আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। পাঞ্জাবের বাসিন্দা স্বাধীনতা সংগ্রামী রাজকুমারী অমৃত কাউর এর নামে রাখা হয় এই জাহাজটির নাম। জাহাটি ৪৯ মিটার লম্বা, ৩০৮ টন পণ্যবহনের ক্ষমতা সম্পন্ন।জাহাজটির গতিবেগ ৬০ কেএমপিএইচ। উন্নতমানের জাহাজটি হাতে পাওয়ায় উপকূল রক্ষীবাহিনী কাজের অনেকটাই সুবিধে হবে বলে জানান সংস্থার আধিকারিকরা।।