মৌ দত্ত
বৃহস্পতিবার ঝাড়গ্রাম এলাকায় হাতির আক্রমণে মৃত্যু হয়েছে দুজনের । এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে ঝাড়গ্রাম শহরের মধ্যেই । শহরের মধ্যেই এই ভাবে হাতি ঢুকে পড়ার জন্য আতঙ্কিত ঝাড়গ্রাম শহরের লোকজন । যদিও ঝাড়গ্রামের বিভাগীয় বন আধি…
মৌ দত্ত
বৃহস্পতিবার ঝাড়গ্রাম এলাকায় হাতির আক্রমণে মৃত্যু হয়েছে দুজনের । এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে ঝাড়গ্রাম শহরের মধ্যেই । শহরের মধ্যেই এই ভাবে হাতি ঢুকে পড়ার জন্য আতঙ্কিত ঝাড়গ্রাম শহরের লোকজন । যদিও ঝাড়গ্রামের বিভাগীয় বন আধিকারিক বাসব রাজ হেল্লাইচি জানিয়েছেন যে তারা হাতিটিকে জঙ্গলের মধ্যে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে । ঝাড়গ্রাম শহরের মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই । বন বিভাগের কর্মীরা হাতির গতিবিধির ওপর নজর রাখছে । যে দুজন হাতির আক্রমণে মারা গিয়েছেন তাদের পরিবারকে নিয়ম মেনে সরকারি ক্ষতিপুরণ দেওয়া হবে ।
এক আত্মীয়ের মৃতদেহ শ্মশানে দাহ করে ফিরছিলেন বছর চল্লিশের সুভাষ মাহাতো । ঝাড়গ্রাম শহরের বামদা এলাকায় একটি হাতি তাকে আক্রমণ করে ও শুঁড়ে করে পেঁচিয়ে মারে ।
ঝাড়গ্রাম শহরের আশেপাশেই আছে জঙ্গল। সেখানে ঘুরে বেড়াচ্ছে হাতির দল । এর আগেও খাবারের খোঁজে শহরে ঢুকে পড়েছিল হাতি । একাধিক বার এই ধরনের ঘটনা ঘটেছে । কিন্তু শহরের মধ্যেই এই ভাবে হাতি ঢুকে এই প্রথম কাউকে মারল ।
বন বিভাগের আধিকারিক ঝাড়গ্রাম শহরের মানুষকে আশ্বস্ত করলেও শহরের লোকজন আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না । তাদের আশঙ্কা আবার হাতি শহরে ঢুকে পড়ে আরও কাউকে আক্রমণ করতে পারে ।
অন্য দিকে, ঝাড়গ্রাম শহর থেকে সামান্য কিছুটা দুরে, বাঁশতলা স্টেশনের কাছে, নান্দিয়া কুন্দরি গ্রামে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির । তার নাম মনোরঞ্জন মাহাতো । বছর তেত্রিশের মনোরঞ্জন বুধবার রাতে আগুন পোহাচ্ছিলেন । সেই সময়ে একটি হাতি তাকে আক্রমণ করে মেরে ফেলে ।
উল্লেখ্য , এর আগে,গত কয়েক মাসে হাতির আক্রমণে ঝাড়গ্রাম এলাকায় মৃত্যু হয়েছে অন্তত সাত জনের । এলাকায় হাতির দল ঘুরে বেড়াচ্ছে এবং তারা শুধু মাত্র জমিতে ফসলের ক্ষতি করেনি, বিভিন্ন এলাকায় স্কুল ও বাড়িতে ঢুকে ধান, চাল ইত্যাদি নিয়ে পালিয়েছে ।