Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হাতির হানায় মৃত্যু এক যুবকের

মৌ দত্ত :
আচমকা হাতির হানায় মৃত্যু এক যুবক। মৃতের নাম শিবু হেমরম। জানা যায় দিন কয়েক ধরি আনন্দপুর থানার ঘুচিশোল এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল ২০ থেকে ২৫ টি হাতির একটি দল। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই হাতির পালটি বেরিয়ে গ্রামের মধ…

মৌ দত্ত :
আচমকা হাতির হানায় মৃত্যু এক যুবক। মৃতের নাম শিবু হেমরম। জানা যায় দিন কয়েক ধরি আনন্দপুর থানার ঘুচিশোল এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল ২০ থেকে ২৫ টি হাতির একটি দল। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই হাতির পালটি বেরিয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়ে। এরপরই ১ দাঁতালের সামনে পড়ে যায় শিবু হেমরম নামে ওই যুবক। হাতি পায়ে করে পিষে দেয় তাকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করার সময় পথেই মৃত্যু হয় তার। শুক্রবার মেদিনীপুর মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর দেহটি তুলে দেওয়া হবে পরিবারের হাতে। বারবার হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটলেও কেন বনদপ্তর উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না সেই নিয়েই প্রশ্ন তুলেছে গ্রামবাসীরা। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও আতঙ্ক।    বনদপ্তরের দাবী নিয়ম মেনেই এলাকায় নজরদারী বাড়ান হয়েছে, হাতির পালের গতিবিধির ওপরেও প্রতিনিয়ত নজরদারি চলছে।তারা গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছেন।উল্লেখ্য গত কয়েক মাসে হাতির আক্রমণে জেলা জুড়ে হাতির আক্রমণ সমান্তরাল ভাবেই বেড়ে চলেছে,মৃত্যু হয়েছে অনেকেরই।