"এই দেখো পেনসিল নোট বুক এহাতে
এই দেখো ভরা সব কিলবিল লেখাতে"-
বছরের প্রথম দিনে জমে উঠল সাহিত্য
সভা । বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হল সুকুমার রায়ের লেখার উপর এক আলোচনা সভা।বুধবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত
আড…
"এই দেখো পেনসিল নোট বুক এহাতে
এই দেখো ভরা সব কিলবিল লেখাতে"-
বছরের প্রথম দিনে জমে উঠল সাহিত্য
সভা । বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হল সুকুমার রায়ের লেখার উপর এক আলোচনা সভা।বুধবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত
আড্ডায় সুকুমার রায় নামক এক অভিনব সাহিত্য সভা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের মেচেদার আন্ডারগ্রাউন্ড কোলাঘাট চ্যাপ্টার সাহিত্য সভায়।
আন্ডারগ্রাউন্ড স্যাহিত্য কোলাঘাট চ্যাপ্টার এর উদ্যোগে যোগেন্দ্র সভাকক্ষ হলে সুকুমার রায়কে নানা ভাবে স্মরণ হয়। গল্পে সুকুমার- শিশিরকুমার বাগ , সবার সুকুমার- তপন কুমার মাইতি, উদ্ভট তত্ত্বে সুকুমার রায় এবং - দেবাংশু ঘোষ, আলোচনা করেন। এছাড়াও
কবি " শুভঙ্কর দাসের মৃত্যুর পর হেঁটে ফিরে আসব" কাব্য গ্রন্থটিও আলোচনা করেন কবি সুনীল মাঝি। কবি পুষ্প সাঁতরা সম্পাদিত পত্রিকা এবং পৃথ্বীশ প্রকাশিত হয়। এছাড়াও তাপস বৈদের "বিলীন ছায়ার স্তব কাব্য গ্রন্থ" টিও প্রকাশিত হয়।
মেচেদার আন্ডারগ্রাউন্ড কোলাঘাট চ্যাপ্টার সাহিত্যের পক্ষ থেকেকবি অরিন্দম প্রধান,কবি গৌতম ভট্টাচার্য, কবি অশোক কুমার বাগ, কবি অঙ্কন মাইতি, কবি তাপস বৈদ্য অনুষ্ঠানটি পরিচালনা করেন। উপস্থিত ছিলেন সাহিত্যিক সমাজসেবী অমৃত, কবি মাইতি রাখহরি পাল, কবি সৌরভ ভুয়্যাঁ, শ্যামল রক্ষিত, লক্ষীকান্ত মন্ডল, বিরূপাক্ষ পন্ডা. কবি বনশ্রী রায়দাস,কবি অমৃতা খেটৌ,কবি পবিত্র কুমার ভক্তা,কবি জয়দেব মাইতি,কবি কৃষ্ণ প্রসাদ মাঝি,কবি গৌরাঙ্গ শ্রীবাল, কবি বিথীকা পড়ুয়া মহাপাত্র,কবি রাখী সর্দার,কবি ছন্দক দাস,কবি গোবিন্দ বারিক,কবি দীপক জানা প্রমুখরা। এছাড়াও মহিষাদল আবৃত্তি মঞ্চের পক্ষ থেকে এক মনোঙ্গ ছড়ার কোলাজ উপস্থাপন করা হয় । সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অনামিকা মুখোপাধ্যায়,কৌশিক অধিকারী ও সংগীতা সাঁতরা।