কাজলা জনকল্যাণ সমিতির প্লাটিনাম জুবিলী সমাপনী অনুষ্ঠানের "সমানুভূতি" নামক অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাননীয় শৈলজা দাস প্রাক্তন বিধায়ক দক্ষিণ কাঁথি বিধানসভা, উপস্থিত ছিলেন অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অফ পু…
কাজলা জনকল্যাণ সমিতির প্লাটিনাম জুবিলী সমাপনী অনুষ্ঠানের "সমানুভূতি" নামক অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাননীয় শৈলজা দাস প্রাক্তন বিধায়ক দক্ষিণ কাঁথি বিধানসভা, উপস্থিত ছিলেন অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রুরাল পূর্ব মেদিনীপুর, উপস্থিত ছিলেন নারায়ন পাল প্রশিক্ষক, উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে লায়ন রুপক গিরি, লায়ন সুমিত্রা মাইতি ও অন্যান্য লায়ন মেম্বার। সমানুভূতি এই অনুষ্ঠানটি এলাকার বয়স্ক বয়স্কা দের নিয়ে।
সমিতি বিশ্বাস করে সমাজে বয়স্ক বয়স্কা না থাকলে বর্তমান প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্ম কোনোভাবেই নতুন করে সমাজ গড়তে পারবে না বর্তমান প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম এরা অস্তিত্বহীন এই বয়স্ক বয়স্কা ছাড়া কিন্তু আধুনিক সমাজ আধুনিক ব্যবস্থা কোন ভাবেই তাদের সম্মান বা তাদের পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করে না উল্টে তাদের তাচ্ছিল্য করেই চলেছে তাই বিগত চার বছর ধরে সমিতি সমাজের এই বয়স্ক বয়স্কা দের নিয়ে একটি সভা করেন ও তাদের সম্মান জ্ঞাপন করা হয় তাদের শ্রদ্ধা জানানো হয় তাদের মানপত্র দেওয়া হয় এবং তাদের একটু আনন্দ দেওয়ার জন্য গানবাজনার ব্যবস্থা করে সঙ্গে ছোট্ট উপহার তাদের হাতে তুলে দেয়া হয় মূল ভাবনা এটাই সমাজে তাদের স্বীকৃতি বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন দেয় এই বার্তাটি সমিতি প্রতিবছর দেওয়ার চেষ্টা করে বর্তমান বছরেই প্লাটিনাম জুবিলী সমাপনী অনুষ্ঠানে আমাদের এই উদ্যোগে সহযোগী হয়েছেন দেশপ্রাণ লায়ন্স ক্লাব ও এলাকার আরো অনেক শুভানুধ্যায়ী।