মৃণালকান্তি মাহাতো :
ওয়েস্ট বেঙ্গল কুড়মী ডেভেলপমেন্ট বোর্ডের আর্থিক সহযোগিতায় এবং পূর্বাঞ্চল আদিবাসী কুড়মী সমাজের ব্যাবস্থাপনায় একসপ্তাহ ব্যাপী ছৌনৃত্যের শিবির অনুষ্ঠিত হয়ে গেল শালবনী ব্লকের মধুপুর হাইস্কুলে। প্রায় পঞ্চাশ জনের …
মৃণালকান্তি মাহাতো :
ওয়েস্ট বেঙ্গল কুড়মী ডেভেলপমেন্ট বোর্ডের আর্থিক সহযোগিতায় এবং পূর্বাঞ্চল আদিবাসী কুড়মী সমাজের ব্যাবস্থাপনায় একসপ্তাহ ব্যাপী ছৌনৃত্যের শিবির অনুষ্ঠিত হয়ে গেল শালবনী ব্লকের মধুপুর হাইস্কুলে। প্রায় পঞ্চাশ জনের মত ছো শিল্পী এতে অংশ গ্রহণ করেছিলেন বলে জানা গেছে। গতকাল ছিল সমাপ্তি অনুষ্ঠান।
এতে উপস্থিত ছিলেন শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাত, সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় মালাকার, জেলা পরিষদ সদস্য অঞ্জনা মাহাত সহ এলাকার বিশিষ্ট জনেরা। সমাপ্তি অনুষ্ঠান এ চূয়াড় বিদ্রোহের পটভূমিকায় একটি ছৌ পালা অনুষ্ঠিত হয়।