সর্বাণী
প্রভাতরবি
--
তোমাকে শোনার অপেক্ষায় আমি আছি একমনে,
ইচ্ছে আজ উঠেছে জেগে আমার হৃদয়ের এক কোণে,
তোমার আঁখিমাঝে আছে এক সুন্দর ভালোবাসার প্রতিচ্ছবি,
তাই তো তুমি সর্বাণী, তুমি স্নিগ্ধ স্বরূপা পূরবী।
কোন এক শান্ত নদীর তীরে বসে, …
সর্বাণী
প্রভাতরবি
--
তোমাকে শোনার অপেক্ষায় আমি আছি একমনে,
ইচ্ছে আজ উঠেছে জেগে আমার হৃদয়ের এক কোণে,
তোমার আঁখিমাঝে আছে এক সুন্দর ভালোবাসার প্রতিচ্ছবি,
তাই তো তুমি সর্বাণী, তুমি স্নিগ্ধ স্বরূপা পূরবী।
কোন এক শান্ত নদীর তীরে বসে, বলবো তোমায় মনের কথাগুলো,
দেখবো না তোমায় শুধু সাঁঝবেলাতে, এসে পড়লে চাঁদের আলো।
প্রথম পরশ লাগলো না হয়, দুটি প্রাণের মাঝে,
আঁধার রাতে আঁখি মোর দেখবে না হয় তোমায় শুধু জেগে।
শিবরঞ্জনী রাগে বাজে বাঁশি, তোমার ঠোঁটের পরশে,
জাগে আনন্দ রাশি রাশি, তোমার হৃদয়ের আকাশে।
আপন হাতে কঙ্কন বেঁধো, প্রণয় গীতের সপ্তসুরে,
কাঞ্চন রূপবতী সর্বাণী তুমি, জেগে ওঠো খুশির সমাহারে।
***********
অলি
-----------
সকালের একি ভরা লাবণ্যের রূপ!
যেথায় চোখ যায় আজ শুধুই সুন্দর
সবকিছু আলাদা লাগে যেন আজ
এই প্রভাতবেশ লাগে আজ বড়ো মনোহর,
আহা এ রূপের স্নিগ্ধতা বড় সুন্দর।
ক্লান্ত দুপুরে ভাতঘুম পরে চোখ খুলে,
দেখি অলি বসেছে তার স্নিগ্ধতা মেলে,
তার স্বরে গুনগুন ধ্বনি আসে কানে,
আমার চিত্তদ্বার খুশিতে ওঠে বলে,
আহা এ রূপের স্নিগ্ধতা বড় সুন্দর।
সাঁঝবেলাতে আমি না দেখে তাকে বলি,
ওগো শুনছো কি তুমি অলি!
দেখি সে, হঠাৎ এসে বসে আমার পাশে
কোমল নয়নে বড় মিষ্টি লাগে সে।
আহা এ রূপের স্নিগ্ধতা বড় সুন্দর।
গোধূলি বেলাতে ক্লান্ত হয়নি সে,
পাগল করে তার রূপ আমার মনটাকে,
অলির সে মাধুর্যতার বর্ণ,
না বেঁধে, ধরে রাখতে চাই তাকে।
দেখতে চাই তাকে মধুরা-ময় বেশে,
আহা এ রূপের স্নিগ্ধতা বড় সুন্দর।