ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষ্যে আজ সারাদিন ধরে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়৷ মহামানব বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটির পক্ষ থেকে নিমতৌড়িতে নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি প্রাঙ…
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষ্যে আজ সারাদিন ধরে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়৷ মহামানব বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটির পক্ষ থেকে নিমতৌড়িতে নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি প্রাঙ্গণে মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অঙ্কণ, প্রবন্ধ, বানান লেখা, গল্প বলা, ক্যুইজ প্রভৃতি প্রতিযোগিতায় দুই শতাধিক ছাত্রছাত্রী এলাকার ১৮ টি স্কুল থেকে সামিল হয়৷ প্রতিবন্ধী ছাত্রী পা দিয়ে অঙ্কণে অংশ নেয়৷ দৃষ্টিহীন ছাত্রী অংশ নিয়েছে প্রবন্ধ লেখায়৷ বিকালে আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন জেলা কমিটির বিশিষ্ট সদস্য প্রদীপ দাস, বাসুদেব দাস, পুলিন চন্দ্র সামন্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব৷ সভাপতিত্ব করেন প্রাক্তণ প্রধান শিক্ষক অনিল কুমার সামন্ত৷ বক্তারা বিদ্যাসাগরের জীবনের নানান দিক তুলে ধরেন৷ সভা পরিচালনা করেন সম্পাদক অনুপ মাইতি৷ শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কির তুলে দেওয়া হয়৷