Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় ভোটার দিবস উদযাপন পূর্ব মেদিনীপুরে

১৯৫০ সালে ২৫ জানুয়ারী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিলো।আর সেই দিন থেকে প্রতিবছর " জাতীয় ভোটার দিবস" হিসাবে দিনটিকে পালন করা হয়। অন্যান্য জায়গার পাশাপাশি এদিন জাতীয় ভোটার দিবস পালন হল পূর্ব মেদিনীপুর জেলার জ…



 ১৯৫০ সালে ২৫ জানুয়ারী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিলো।আর সেই দিন থেকে প্রতিবছর " জাতীয় ভোটার দিবস" হিসাবে দিনটিকে পালন করা হয়। অন্যান্য জায়গার পাশাপাশি এদিন জাতীয় ভোটার দিবস পালন হল পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের দপ্তর প্রাঙ্গণে। জাতীয় ভোটার দিবস অনুষ্ঠানে নতুন ভোটারদের ভোটার কার্ড দিয়ে সম্বর্ধিত করা হয়। পাশাপাশি শত বছরের ঊর্ধ্বে ভোটারদের সম্বর্ধিত করা হয়। জাতীয় ভোটার দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক প্রশাসনিক আধিকারিকরা।এদিন জেলাশাসক  পার্থ ঘোষ জানান, আজকের দিনটি জেলার বিভিন্ন মহকুমা ও ব্লকে ব্লকে পালিত করা হয়। নতুন ভোটারদের পাশাপাশি  প্রবীণ ভোটারদের সম্বর্ধিত করার পাশাপাশি  স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য যে সমস্ত আধিকারিক সহযোগিতা করেছেন তাদের পুরস্কৃত করা হয়। দিব্যাঙ্গ, প্রবীন ভোটারদের ভোটদানের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে বলেও জানান জেলাশাসক। নবীনরা ভোটার কার্ড হাতে পেয়ে এবং সম্বর্ধিত হতে পেরে খুব খুশি।