জাতীয় ভোটাধকার দিবস পালন করল দিব্যাঙ্গজনেরা।
জাতীয় ভোটাধিকার দিবসে বাধা মুক্ত অবাধ ভোটের জন্য দিব্যাঙ্গজনেরা পথে নেমে শোভাযাত্রা করল।
দিব্যাঙ্গজন হলেও তারা ভারতের নাগরিক, সংবিধান তাদের ও সমান অধিকার দিয়েছে। দেশের সরকার জনপ্রতি…
জাতীয় ভোটাধকার দিবস পালন করল দিব্যাঙ্গজনেরা।
জাতীয় ভোটাধিকার দিবসে বাধা মুক্ত অবাধ ভোটের জন্য দিব্যাঙ্গজনেরা পথে নেমে শোভাযাত্রা করল।
দিব্যাঙ্গজন হলেও তারা ভারতের নাগরিক, সংবিধান তাদের ও সমান অধিকার দিয়েছে। দেশের সরকার জনপ্রতিনিধি নির্বাচনে ত্রিস্তরীয় ব্যাবস্থা থেকে বিধানসভা ও দেশের সবোর্চ্চ আইন সভা নির্বাচনে সবধরনের দিব্যাঙ্গজনদের জন্য পৃথক পৃথক বাধামুক্ত ভোটদানের সুব্যাবস্থা নির্বাচন কমিশন যাতে আরো সাব লীল করতে পারে এবং প্রত্যেকে নিজের ভোট নিজে দিতে পারে সেই ব্যাবস্থা জোরদার করার আহ্বায়ন জানিয়ে এবং দেশের নির্বাচন কমিশনের প্রতি পূরণ আস্থা জানিয়ে আজ প্রতিবন্ধকতাযুক্ত উন্নয়ন ও অধিকার রক্ষা সমিতির উদ্যোগে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ী এলাকার দিব্যাঙ্গজনেরা একটি বর্নাঢ্য শোভাযাত্রা করেন।
এই শোভাযাত্রায় রবীন্দ্রনাথ সংগ্রাম, প্রনব জানা, দৃষ্টিহীন সৌরভ মাইতি, কাকলি মাইতি, বিক্রম চক্রবর্ত্তী, মানসিক প্রতিবন্ধী প্রভাবতী, পঞ্চমী বর্মনরা।
সব মিলিয়ে গনতন্ত্রের প্রতি পূর্ন আস্থা জানাল দিব্যাঙ্গজনেরা, প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অধিকার রক্ষা সমিতির সাধারন সম্পাদক যোগেশ সামন্ত বলেন, এই শোভাযাত্রা দিব্যাঙ্গজনেদের ভোটে অংশ গ্রহনের অবাধ সুযোগ দৃঢ় করে গনতন্ত্র প্রতিষ্ঠায় দিব্যাঙ্গদের সক্রিয় ভূমিকা পালনের পথ দেখাবে।
এটা প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অধিকার রক্ষা সমিতির পক্ষ থেকে।