প্রিয়ে--- প্রভাতরবি
ভালোবাসার চাদরে তোমায় বেঁধে রেখেছি আমার হৃদয়ের মাঝে,
একটি মুহূর্ত তোমাকে ছাড়া ভাবতেই পারি না জানো তো আমার প্রিয়ে,
যদি থাকতে পারতাম তোমার পাশে তোমার কোলে মাথা রেখে,
একমনে দেখতাম শুধু তোমার চোখের দিকে চেয়ে।
সার…
প্রিয়ে--- প্রভাতরবি
ভালোবাসার চাদরে তোমায় বেঁধে রেখেছি আমার হৃদয়ের মাঝে,
একটি মুহূর্ত তোমাকে ছাড়া ভাবতেই পারি না জানো তো আমার প্রিয়ে,
যদি থাকতে পারতাম তোমার পাশে তোমার কোলে মাথা রেখে,
একমনে দেখতাম শুধু তোমার চোখের দিকে চেয়ে।
সারাটা দিন শুধু, তোমার আর তোমারই অপেক্ষা করে গেছি,
তোমার আওয়াজ শুনবো বলে,
জুঁই ফুলের মালা রেখেছি গেঁথে আমি আজ,
তোমার গলায় আমি পরিয়ে দেব বলে।
মিষ্টি গন্ধে মাতোয়ারা হতে চাই আমি,
দেবে কি আমায়? আমার পাশে বসে,
খুব ইচ্ছে করছে প্রিয়ে তোমার স্নিগ্ধ রূপখানি দেখতে,
আমি যে হারিয়ে যাচ্ছি বারেবারে তোমার ভালোবাসার ঝুলিতে।
….................…..........
আদৃজা-প্রভাতরবি
এক লাল রঙের আভাতে দেখা তোমার মুখের হাসি,
তোমার চোখের মাঝে এক নিঃস্বার্থ ভালোবাসা;
মন ভরে দেখি তোমার ঘন কালো কেশরাশি,
সাথে কাজল রাঙানো আঁখি আর লাল বেশভূষা।
তোমার লাল রঙে রাঙানো ঠোঁটের হাসি,
নিজের হাতে আঁকতে ইচ্ছে করে;
নীল যেন প্রস্ফুটিত করে আছে তোমার রূপ ও লাবণ্যে ভরা মিষ্টতাকে,
নিজের হাতে একবার ছুঁতে ইচ্ছে করে।
ঘন কেশ না হয় উন্মুক্ত করে দিলে আজ,
ছড়িয়ে পড়তে দাও তোমার পিঠের প'রে;
তোমার রূপে ঝলসে না হয় যাবে আমার চোখ,
তবুও এমন রূপে তোমায় বড় দেখতে মন করে।