ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আজ বিকেলে মেছেদা বিদ্যাসাগর গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রে দুঃস্থ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক ও পাঠ্যসামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী …
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আজ বিকেলে মেছেদা বিদ্যাসাগর গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রে দুঃস্থ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক ও পাঠ্যসামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী দেবাশিষ মিশ্র, সম্পাদক - কার্মাটার নন্দনকানন পরিচালন কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাসাগর গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের বিশিষ্ট সদস্য শ্রী গণেন রায়। প্রারম্ভিক বক্তব্য রাখেন ট্রাস্টের সম্পাদক মানব বেরা। কিশোর সংগঠন কমসোমলের সদস্যরা বিদ্যাসাগরের প্রতি গীতিআ লেখ্যর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক দুঃস্হ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক ও পাঠ্যসামগ্রী দিয়ে সাহায্য করা হয়।
এছাড়া অনুষ্ঠানে প্রয়াত রঞ্জিত কান্ডার স্মৃতি বৃত্তি ৮ জন স্নাতক স্তরের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র-ছাত্রীদের ৩০০০ টাকা করে অর্থ সাহায্য দেওয়া হয়। এছাড়াও ডঃ সুশীলা মন্ডল স্মৃতি বৃত্তি হিসেবে ১২০০ টাকা করে ৫ জন ছাত্রীরহাতেও সাহায্য তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রাস্টের সদস্য ও বিদ্যাসাগর সমিতির সম্পাদিকা অনুরূপা দাস।