আগামীকাল বেলুড় মঠে সন্ধ্যা 7 টা 50 মিনিটে আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকালের সফর নিয়ে আঁটোসাঁটো নিরাপত্তাব্যবস্থা বেলুরমঠ চত্বর! রাস্তার দুধারে বাঁশের ব্যারিকেড করে দেয়া হয়েছে নিরাপত্তার কারণে! হাওড়া সিটি প…
আগামীকাল বেলুড় মঠে সন্ধ্যা 7 টা 50 মিনিটে আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকালের সফর নিয়ে আঁটোসাঁটো নিরাপত্তাব্যবস্থা বেলুরমঠ চত্বর! রাস্তার দুধারে বাঁশের ব্যারিকেড করে দেয়া হয়েছে নিরাপত্তার কারণে! হাওড়া সিটি পুলিশ এর এবং এসপিজি. প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা বেলুড়মঠে মেটাল ডিটেক্টর দিয়ে সুরক্ষা বলয় নিশ্চিত করছে! সিসিটিভি ফুটেজ নজরদারি, সড়কপথের পাশাপাশি জলপথেও নিরাপত্তা বেষ্টনিতে ঘিরে দেয়া হলো! আকাশপথে ও নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে! বেলুড় মঠের প্রধানমন্ত্রীর সফর ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা!