গ্যাসে দুধ গরম করার সময় চাদরে আগুন লেগে দগ্ধ হয়ে মারা গেলো এক বৃদ্ধা মহিলা বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদীঘি থানার খাটুয়া গ্রামে।মৃতার নাম অন্নপূর্ণা ঘোষ(73)।
প্রাথমিক সূত্রে জানাগেছে বৃহস্পতিবার রাত্রে তার নিজ ব…
গ্যাসে দুধ গরম করার সময় চাদরে আগুন লেগে দগ্ধ হয়ে মারা গেলো এক বৃদ্ধা মহিলা বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদীঘি থানার খাটুয়া গ্রামে।মৃতার নাম অন্নপূর্ণা ঘোষ(73)।
প্রাথমিক সূত্রে জানাগেছে বৃহস্পতিবার রাত্রে তার নিজ বাড়িতেই গ্যাসে দুধ গরম করার সময় চাদরে আগুন লেগে যায় বলে অভিযোক আর সেই আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরিবারের লোক এই মৃতকে ধামাচাপার চেষ্টা করলেও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে সাগরদিঘী হসপিটালে তারপর নিয়ে যায় থানায় পরে পাঠানো হয় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল মর্গে । দুধ গরম করতে গিয়ে পুড়ে গিয়েছে না তাকে পুড়িয়ে মারা হয়েছে পুরোটাই ধোঁয়াশা রয়েছে তবে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি পরিবারের কেউ। এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদিঘী থানার পুলিশ