Page Nav

HIDE

Post/Page

July 12, 2025

Weather Location

Breaking News:
latest

আলিপুরদুয়ারে জঙ্গলকে জঙ্গলের মতো চিনতে এক অভিনব প্রয়াস

জঙ্গলকে চিনতে হবে জঙ্গলের মতো করে। সেই মন ও মানসিকতা নিয়ে  এক ঝাঁক চিত্র শিল্পী তুলির টানে প্রকৃতিকে তাদের ক‍্যানভাসে বন্দী করছে নিখুঁত হাতে । ক‍্যানভাসে বন্দী হচ্ছে গোটা ডুয়ার্সের জঙ্গল । শুক্রবার থেকে আলিপুরদুয়ার জেলার কালচিনি…


জঙ্গলকে চিনতে হবে জঙ্গলের মতো করে। সেই মন ও মানসিকতা নিয়ে  এক ঝাঁক চিত্র শিল্পী তুলির টানে প্রকৃতিকে তাদের ক‍্যানভাসে বন্দী করছে নিখুঁত হাতে । ক‍্যানভাসে বন্দী হচ্ছে গোটা ডুয়ার্সের জঙ্গল । শুক্রবার থেকে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাজাভাতখাওয়ার পানিঝোরা জঙ্গলে শুরু হয়েছে আর্ট লিটেরেচার মিট ইন ডুয়ার্স।

কলকাতা এবং বালুরঘাটের নামকরা চিত্রশিল্পীদের উদ‍্যোগে এই অভিনব প্রকৃতির মাঝে বসে রাজ‍্যের প্রায় ৭০ জন চিত্র শিল্পী  ডুয়ার্সের পাহাড়,নদী,বন‍্যপ্রাণকে রঙ আর তুলির টানে তাদের ক‍্যানভাসে ফুটিয়ে তুলতে ব‍্যাস্ত। এই ছবি আঁকা শিবিরে কনভেনরের দায়িত্বে রয়েছেন প্রখ‍্যাত চিত্র শিল্পী বিপদ রঞ্জন ঘোষ , অশোক ভাদুরীর মত ব‍্যাক্তিত্ব ।

চিত্রশিল্পীরা জানান এখানে ছবি আঁকছি গ‍্যালারি, শিল্প প্রদর্শনী কিংবা বিক্রির জন‍্য নয় । এখানে আমরা জোড়ো হয়েছি প্রকৃতির মাঝে বসে ছবি আঁকতে এই কাজটাই আমাদের মূল কথা । প্রকৃতি থেকে অণুপ্রাণিত হয়ে প্রকৃতির রঙ ক‍্যানভাসে ফুটিয়ে তোলাই আমাদের লক্ষ‍্য ।
 তাদের কথায়  যারা জঙ্গলে থাকেন মানুষ জনেরা,তারা আলাদা ভাবে  জঙ্গলকে দেখে না। কিন্তু এই ছবির মধ্য দিয়ে জঙ্গলকে জঙ্গলের মতো করে বোঝার আনন্দ।