Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে ব্যাংক জালিয়াতির ঘটনায় প্রতারক পুলিশের জালে

ফের ব্যাংক জালিয়াতি তে এলাকা বাসীর হাতে ধরা পরল অভিযুক্ত, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত ভোগপুর এলাকায়, অভিযুক্ত ব্যক্তির নাম অভিষেক মজুমদার। স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার 40 থেকে 50 জনের টাকা আত্…


ফের ব্যাংক জালিয়াতি তে এলাকা বাসীর হাতে ধরা পরল অভিযুক্ত, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত ভোগপুর এলাকায়, অভিযুক্ত ব্যক্তির নাম অভিষেক মজুমদার। স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার 40 থেকে 50 জনের টাকা আত্মসাৎ করেছে এই অভিযুক্ত, আরো জানা যায় বিভিন্ন ভাবে প্রতারণা মূলক কথাবার্তা চালিয়ে প্রায় লক্ষাধিক টাকা আত্মসাৎ করে এই অভিযুক্ত, অব শেষে প্রতারণার করে এক কোলাঘাট থানার ভোগপুর এলাকায় ব্যক্তির কাছে গেলে সমস্ত প্রতারিত হওয়া ব্যক্তি আটক করে ওই অভিযুক্ত অভিষেক মজুমদার কে, এর পরে পর্দা ফাঁস হয় গোটা ঘটনার,জানা গেছে ক্রেডিট কার্ডের তকমা নিয়ে বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে ক্রেডিট কার্ড আত্মসাৎ করে নিতো ওই অভিযুক্ত, এরপরে ব্যাংক থেকে কেটে নেওয়া হত সমস্ত টাকা, এরপরে উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা বাসী, অব শেষে এলাকা বাসীর জালে ধরা পড়ল ওই অভিযুক্ত অভিষেক মজুমদার, জানা গেছে স্থানীয় এক ব্যাংকের কর্মী হিসাবে পরিচয় দিত সে, অব শেষে অভিযুক্তকে এলাকা বাসী ও প্রতারিত ব্যক্তিরা ঘেরাও করলে স্বীকার করে নেয় এইসব প্রতারণার ঘটনা,
অবশেষে এলাকা বাসী ও প্রতারক দের তত্পরতায় খবর দেয়া হয় কোলাঘাট থানার পুলিশকে, ঘটনা স্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত অভিষেক মজুমদারকে আটক করে,শুধু তাই নয় আরও জানা গেছে এই রকম ঘটনা ঘটানোর সময় কলকাতার কোন এক কোম্পানির গাড়ি ব্যবহার করত সে যাতে সাধারণ মানুষ বুঝতে পারে কলকাতা থেকে কোন ব্যাংকের কর্মী তাদের কাছে তাদের সহযোগিতা করার লক্ষ্যে এসেছে তারই সুযোগ নিয়ে এইসব মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে অভিযুক্ত, যদিও এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।