Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে রূপনারায়নের পাড়ে গৌরাঙ্গ ঘাটে বসেছে ফুলের মেলা

ফুলের হাট কোলাঘাট। কোলাঘাটের ফুল রাজ্য ও দেশের সীমানা পেরিয়ে বিদেশেও কদর পায়। এই গৌরবের দিক স্মরণ করে এবং নতুন বছরকে স্বাগত জানাতে কোলাঘাটে রূপনারায়নের পাড়ে গৌরাঙ্গ ঘাটে বসেছে ফুলের মেলা। শীতের মরসুমী অতিথি বাহারি রঙের ফুল, …


ফুলের হাট কোলাঘাট। কোলাঘাটের ফুল রাজ্য ও দেশের সীমানা পেরিয়ে বিদেশেও কদর পায়। এই গৌরবের দিক স্মরণ করে এবং নতুন বছরকে স্বাগত জানাতে কোলাঘাটে রূপনারায়নের পাড়ে গৌরাঙ্গ ঘাটে বসেছে ফুলের মেলা। শীতের মরসুমী অতিথি বাহারি রঙের ফুল, নানান ধর্মীয় ক্যাকটাস, বনসাইয়ের প্রায় ছশোটি টব প্রর্দশিত হচ্ছে। চলবে ১ থেকে ১২ ই জানুয়ারি , প্রত্যহ সকাল ৮ টা থেকে রাত ৮টা‌। এলাকার প্রায় তিরিশ জন প্রবীণ নবীন বয়েসের পুস্প প্রেমীরা তাদের টব নিয়ে এতে অংশ নিয়েছেন। ফুলের পাশাপাশি নির্মল পরিবেশে গড়ে তুলতে প্লাস্টিক বর্জন, জলের অপচয় বন্ধ করা এইসব নিয়ে চিত্র প্রদর্শনী চলছে এই প্রাঙ্গণে। ১৩ প্রবীণ ফুল চাষিদের সংর্বধনা দেওয়া হয়। সব মিলিয়ে নববর্ষে প্রথম কয়েকটি দিন ফুল পরিবেশ প্রকৃতি নিয়ে এলাকা আনন্দে মেতে উঠেছে। লোকসমাগম ও উল্লেখযোগ্য।

 সম্পাদক গোষ্ট পদ বেরা জানান কোলাঘাট ফ্লাওয়ার গ্রোয়ার্স এসোসিয়েশন র উদ্যোগে এই আয়োজন ২৩ তম বর্ষে পদার্পণ করল।