Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রধান মন্ত্রী মন্দিরেই রাতের ভোগ প্রসাদ গ্রহণ করেন

শনিবার রাতে বেলুড়মঠেই অবস্থান করায় প্রধানমন্ত্রী রাতের আহার সারলেন মঠেই। মঠসূত্রে জানা গেছে এদিন রাতে শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামিজিকে নিবেদন করা প্রসাদই রাতের আহার হিসেবে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। মঠ সূত্রে খবর শীতের এই স…

 শনিবার রাতে বেলুড়মঠেই অবস্থান করায় প্রধানমন্ত্রী রাতের আহার সারলেন মঠেই। মঠসূত্রে জানা গেছে এদিন রাতে শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামিজিকে নিবেদন করা প্রসাদই রাতের আহার হিসেবে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। মঠ সূত্রে খবর শীতের এই সময়ে সাধারণত শ্রীরামকৃষ্ণ, সারদা ও স্বামীজিকে একই সঙ্গে মূল মন্দিরেই রাতের ভোগ নিবেদন করা হয় রাত ৮ টায়। সেই ভোগে গরম লুচি, বেগুন ভাজা, আলুভাজা ও পায়েস প্রধানত নিবেদন করা হয়। প্রধানমন্ত্রী নিজেই এই প্রসাদ গ্রহণ করার আগ্রহ দেখিয়েছেন বলে মঠ সূত্রে খবর। অতি ভোরে
 উঠে ভোর ৪-৪০মিঃ -এ মঙ্গলারতি প্রত্যক্ষ করার ইচ্ছে রয়েছে প্রধানমন্ত্রীর। সেইমত রবিবার ভোরের ওই অনুষ্ঠান দেখে প্রাণায়াম ও ধ্যানে অংশ নিতে চান মোদী। এরপর তিনি প্রস্তুত হবেন যুব উৎসবের ভাষণের জন্য।
আগামীকাল সকাল আটটা থেকে দশটা অবধি বেলুড়মঠে প্রবেশ নিষেধ করে দেয়া হলো