Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দলবদলের পালা অব্যাহত ঝাড়গ্রামে

রাজনীতিতে দলবদল চলতেই থাকে। তৃণমূলের দাবি তার সমর্থিত সমর্থকদের জোর করে ভয় দেখিয়ে তাদের দলে নাম লিখেছি কিন্তু তারা তাদের ভুল বুঝতে পেরে আবার দলে ফিরে এসেছে
প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে সময় বিজেপি যেসব জায়গায় ভালো ফল করে …


রাজনীতিতে দলবদল চলতেই থাকে। তৃণমূলের দাবি তার সমর্থিত সমর্থকদের জোর করে ভয় দেখিয়ে তাদের দলে নাম লিখেছি কিন্তু তারা তাদের ভুল বুঝতে পেরে আবার দলে ফিরে এসেছে
প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে সময় বিজেপি যেসব জায়গায় ভালো ফল করে তার মধ্যে অন্যতম ঝাড়্গ্রাম।
এই জেলাতে গ্রাম পঞ্চায়েত ও   পঞ্চায়েত সমিতির অনেক গুলি আসনে জেতার পাশাপাশি তারা জেলা পরিষদের তিনটি আসনে জেতে । এমনকি হারিয়ে দেয় জেলা পরিষদের সভাধিপতিকেও । পঞ্চায়েত নির্বাচনের পর একই ধারা বজায়  রেখে জিতে যায় লোকসভা আসন । লোকসভা নির্বাচনে সময় তৃণমূল কংগ্রেসের হাত থেকে এই লোকসভা আসন ছিনিয়ে নেয় বিজেপি । জঙ্গলমহলের এই জেলাতে অনেকটা ব্যাক ফুটে চলে যায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দিকে বড়ো চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় পদ্ম শিবির। এই বার এই এলাকায় বড়ো ধাক্কা খেল বিজেপি । শনিবার ঝাড়গ্রাম শহরে শুধু মাত্র বড়ো মিছিল করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে । শুধু তাই না, এদিন ঝাড়গ্রাম, জামবনি সহ জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় চার হাজার নেতা কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবাহা সরেনের দাবি এদিন যারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তারা বেশীর ভাগ এসেছে বিজেপি থেকে ।
বিজেপি থেকে আরও অনেকেই  তৃণমূল কংগ্রেসে যোগ দিতে আগ্রহী । তাদের ভুল বুঝিয়ে বিজেপি তে নিয়ে যাওয়া হয় । এখন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন
এই দিন যারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তাদের মধ্যে আছেন এলাকার অসংগঠিত শ্রমিক সংগঠনের   জেলা সহ সভাপতি সুদীপ ব্যানার্জি । যিনি এই এলাকায় বিজেপি র আই টি সেলের দায়িত্বে ছিলেন সেই সুব্রত নন্দীও যোগ দেন তৃণমূল কংগ্রেসে।
বীরবাহা সরেনের দাবি ।
যদিও জেলা বিজেপি র সভাপতি সুখময় শতপথি দাবি করেছেন যে সুব্রত কে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে ।