বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ নিখোঁজ ব্যবসায়ী।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পাঞ্জাবি পাড়ার ভগৎ সিং সরণির ব্যবসায়ী তথা চাটার্ড একাউন্টেন্ট কিশান কুমার আগরওয়াল অপহৃত। মঙ্গলবার সকাল থেকে তিনি আচমকাই নিখোঁজ হন। তারপরে বাড…
বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ নিখোঁজ ব্যবসায়ী।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পাঞ্জাবি পাড়ার ভগৎ সিং সরণির ব্যবসায়ী তথা চাটার্ড একাউন্টেন্ট কিশান কুমার আগরওয়াল অপহৃত। মঙ্গলবার সকাল থেকে তিনি আচমকাই নিখোঁজ হন। তারপরে বাড়িতে অপহরণকারীদের ফোন আসে বলে দাবি পরিবারের ।ওই ফোনেই জানানো হয় ৫ কোটি টাকা মুক্তিপণের বিষয়ে। বিষয়টি নিয়ে জানানো হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে । ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । আজ নিখোঁজ ওই ব্যবসায়ীর বাড়ি যান তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার। ব্যবসায়ীর বাড়িতে তদন্তের জন্য পৌঁছেছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।
জানা যায়, মঙ্গল বার সকাল 10টায় মিটিং আছে বলে বেরিয়ে আর বাড়ি ফেরেন নি। ফোনে ও কোন যোগাযোগ করা যায়নি। অজ্ঞাত ফোন থেকে ৫ কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন!পরে পরিবারের তরফ থেকে পুলিশে জানানো হয়।