Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সালিশি সভা চলাকালীন বেধড়ক মারধরে অসুস্থ হয়ে মৃত এক ব্যক্তি

সালিশি সভা চলাকালীন বেধড়ক মারধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এক ব্যক্তি, পরে মৃত বলে জানায় হাস পাতাল কর্তৃ পক্ষ। ঘটনাটি ঘটে , মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা রাধানগর গ্রামে।
জানা যায়,  জামাইয়ের তিনটে বিয়ে হয়ে যাওয়ার প্রতি…



সালিশি সভা চলাকালীন বেধড়ক মারধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এক ব্যক্তি, পরে মৃত বলে জানায় হাস পাতাল কর্তৃ পক্ষ। ঘটনাটি ঘটে , মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা রাধানগর গ্রামে।
জানা যায়,  জামাইয়ের তিনটে বিয়ে হয়ে যাওয়ার প্রতিবাদে সালিশি সভা ডাকা হয় আজ সকালে সালিশিসভা চলাকালীন বেধড়ক মারধরে করে দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাবাকে। মারধর করে জামাইয়ের সঙ্গে আসা লোকেরা। পরিবার সূত্রে জানা যায়, রাধানগর গ্রামের বাসিন্দা মেজু হাসান নামে এক ব্যক্তি বছর কয়েক আগে প্রথম বিয়ে করে। বিয়ের কিছু দিনপর প্রথম পক্ষকে তালাক দিয়ে অন্য একটা মহিলাকে বিয়ে করে। দ্বিতীয় বার অন্য মহিলাকে বিয়ের বছর কয়েক পরে মাসখানেক আগে ফের তৃতীয়বার বিয়ে করে অন্য এক মহিলাকে।
মেজু হাসান নামে ওই ব্যক্তির তিনটে বিয়ে করার  ফলে গ্রাম এর পক্ষ থেকে এক সালিশি সভা ডাকা হয় সেই সালিশি সভা চলাকালীন দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাবার সঙ্গে  বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ওই ব্যক্তি।  সালিশি সভায় জামাইয়ের দলবল শশুর সিবগাতুল্লাহকে বেধড়ক মারধর করে ।আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সিবগতুল্লাহ। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
পুলিশ সূত্রে জানানো হয়, কি কারণে ঘটনা ঘটলো পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জথানার পুলিশ।