Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রভাত রবির কবিতা গুচ্ছ

..................

  অপেক্ষা
------প্রভাতরবি

আমায় একলা ফেলে তুইও কাল ঘুমিয়ে পড়লি,
তোর অপেক্ষায় রাত জেগে বসে ছিলাম,
খুব ইচ্ছে করছিল জানিস তোর সাথে একটু কথা বলি,
একা আমি শুধু বসে বসে তোর ছবি দেখে গেলাম।


আমার ঘুম ও আসে না, শুধু তুই …

..................

  অপেক্ষা
------প্রভাতরবি

আমায় একলা ফেলে তুইও কাল ঘুমিয়ে পড়লি,
তোর অপেক্ষায় রাত জেগে বসে ছিলাম,
খুব ইচ্ছে করছিল জানিস তোর সাথে একটু কথা বলি,
একা আমি শুধু বসে বসে তোর ছবি দেখে গেলাম।


আমার ঘুম ও আসে না, শুধু তুই আর তুই আমার চিন্তা ভাবনায়,
একা একা কেমন যেন লাগছে তোকে ছাড়া,
হৃদয় টা আজ বারে বারে ভরে উঠছে কান্নায়,
আয় না আমার কাছে, এসে না হয় একটুখানি দাঁড়া।


তোর জন্য অপেক্ষা করাটা তো আমার অভ্যাস হয়ে গেছে,
তুই জানিস না হয়তো, তোর জন্য অপেক্ষা করতে ভালো লাগে,
আজ বাতাসে শুধু তোর আওয়াজ ভেসে আসে,
তোর কথা শোনার অপেক্ষায় এখনও আমি তোর জন্য জেগে।
...…...........…..


  চিরশান্তি লাভের পরে

--------  প্রভাতরবি


আমার জীবন-প্রদীপ শিখা,
কোনো একদিন যাবে নিভে,
হয়তো কেউ আকাশের পানে চেয়ে,
নয়ন নইলে বিরহের গান গাবে।



আমি তখন আকাশের কোল হতে,
দেখবো তারে নয়ন মেলে,
তার কাছে আবার আসিব ফিরে,
নেব তারে আপন গলে।


সাঁঝবেলাতে ওই আকাশের মাঝে,
কোনো তারার বেশে উঠবো আমি ভেসে,
সে তখন হয়তো আমায় দেখে,
উঠবে সে আপন মনে হেসে।


শিশিরবিন্দু হয়ে আসতে পারি আমি,
খোলা মাঠের সবুজ ঘাসে,
উঠবো তখন আমি আবার জেগে,
তারই কোমল হাতের স্নিগ্ধ পরশে।


হয়তো কোকিলের কুহুতান হয়ে,
ফিরতে পারি তারই মনের মাঝে,
দেখতে চাই আমি যে তারে,
সে যেন রয় শুধু অনন্ত সুখে।