Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বইমেলায় অজানার সন্ধানে

বইমেলায় অজানার সন্ধানে
----------------------
রিমি সেন

আজ শনিবার। বইমেলার অন্তিম পর্যায় উপস্থিত। কাল রবিবার হয়ে শেষ।অনেক দিন ধরেই পরিকল্পনা করেও সময় হয়ে ওঠে না। অবশেষে গতকাল পরিকল্পনা করলাম। আজ বান্ধবীর (নীহা তা) সাথে বইমেলা …


বইমেলায় অজানার সন্ধানে
----------------------
রিমি সেন

আজ শনিবার। বইমেলার অন্তিম পর্যায় উপস্থিত। কাল রবিবার হয়ে শেষ।অনেক দিন ধরেই পরিকল্পনা করেও সময় হয়ে ওঠে না। অবশেষে গতকাল পরিকল্পনা করলাম। আজ বান্ধবীর (নীহা তা) সাথে বইমেলা যেতেই হবে। না হলে আবার এক বছরের অপেক্ষা। তাই  সকালের দিকে রওনা দিয়েছিলাম বইমেলায় বান্ধবীর সাথে।বইমেলার প্রবেশদ্বার থেকে ভিতর অবধি অবাধ মানুষের যাতায়াত।
 এযাবৎকাল সোশ্যাল মিডিয়া থাকলেও  বই পড়া মানুষের সংখ্যা কম নেই তা আজ বইমেলা গিয়ে উপলব্ধি করলাম। এতদিন মফসসলের বইমেলা দেখেছি, আজ কলকাতার বইমেলা দেখা, যা নিশ্চয়ই বিশ্বখ্যাত । অনেক রকম বইয়ের সংগ্ৰহ সেখানে, অণুগল্প, ছোটোগল্প, প্রবন্ধ, উপন্যাস সমগ্ৰ। আমি ও কিছু বই সংগ্রহ করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা, অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল, গোয়েন্দা সমগ্ৰ,  এ পি জে আব্দুল কালাম এর জীবনী, জয় গোস্বামীর গল্পপাড়ার ক্রিকেট ইত্যাদি।
 এর মধ্যে আমার এক প্রিয় স্যার এর (ঋত্বিক এিপাঠী ) লেখা লিটল ম্যাগাজিন অন্তর বাহির বই। অনেক দিনের ইচ্ছে ছিল, জানবো লিটল ম্যাগাজিন আসলে কী!বইমেলার পরিবেশ ও অত্যন্ত ভালো, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলছিলো।  লক্ষ লক্ষ বইয়ের মাঝে হারিয়ে যেতে বারবার ইচ্ছে হচ্ছিল। বেশ কিছু বই দেখার নাম করে পড়েও নেওয়া যায়,  সহজেই।কিছু সময়  অনুষ্ঠান দেখে অবশেষে ফিরে আসা। তবে আগামী বছরের অপেক্ষায়  রইলাম।
কারণ, অজানাকে  জানার নেশা পেয়ে বসলো, আজ থেকে। কত কিছুই না জানার আছে!